ঈশ্বরদীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৯ ডিগ্রি সেলসিয়াস


ঈশ্বরদী নিউজ টুয়েন্টিফোরঃ প্রকাশের সময় : জানুয়ারি ২৮, ২০২৪, ১০:২৫ পূর্বাহ্ণ /
ঈশ্বরদীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৯ ডিগ্রি সেলসিয়াস

পাবনার ঈশ্বরদীর ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। সেই সঙ্গে রয়েছে ঘন কুয়াশা ও কনকনে ঠাণ্ডা বাতাস।

রবিবার (২৮ জানুয়ারি) সকাল ৯ টায় ঈশ্বরদী আবহাওয়া অফিসে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের কবলে পড়েছে ঈশ্বরদী। যা আরও কয়েকদিন স্থায়ী হতে পারে।

তীব্র শীতের কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষেরা। এই পরিস্থিতিতেও ঘরের বাইরে বের হতে হচ্ছে তাদের। শহর ও গ্রামীণ সড়কগুলোতে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। এদিকে জীবন–জীবিকার তাগিদে কনকনে ঠান্ডা উপেক্ষা করেই কাজে বের হচ্ছেন শ্রমজীবী মানুষজন।

এদিকে জবুথবু অবস্থায় থেকেও শীত নিবারণ হচ্ছে না বৃদ্ধ ও শিশুদের। শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন তারা। দুর্ভোগে পড়েছে বিভিন্ন গৃহপালিত ও বন্য প্রাণীরাও। ভারী কাপড়, পাটের বস্তা গবাদি পশুদের গায়ে জড়িয়ে দিয়েছেন অনেকে।

আজ সকাল ৯টায় মৌসুমের ও দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুর ও পঞ্চগড়ে ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

এদিকে তীব্র শৈত্যপ্রবাহের কারণে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সীদ্ধান্ত মোতাবেক তাপমাত্রা কম থাকায় আজ ২৮ জানুয়ারি পাবনা জেলার সকল বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম একদিন বন্ধ রাখা হয়েছে।

error: Content is protected !!