রাজশাহীতে ‘পার্টনার মিট’ পার্টনারদের নিয়েই এগিয়ে যেতে চায় টগি সার্ভিসেস লিমিটেড


ঈশ্বরদী নিউজ টুয়েন্টিফোরঃ প্রকাশের সময় : ডিসেম্বর ৬, ২০২১, ১:০০ অপরাহ্ণ /
রাজশাহীতে ‘পার্টনার মিট’ পার্টনারদের নিয়েই এগিয়ে যেতে চায় টগি সার্ভিসেস লিমিটেড

টগির প্রযুক্তিপণ্য সম্পর্কে আরো বেশি ধারণা দেওয়া, পার্টনারদের সঙ্গে বোঝাপড়া আরো ঝালিয়ে নেওয়া এবং সর্বোপরি পার্টনারদের অভিমত, অভিযোগ, চাহিদা সম্পর্কে জানতে রাজশাহীতে অনুষ্ঠিত হয়ে গেল টগি সার্ভিসেস লিমিটেডের ‘পার্টনার মিট’ অনুষ্ঠান।

রবিবার (৫ ডিসেম্বর) সন্ধায় রাজশাহী নগরীর অলাকার মোড়ের মাস্টার সেফ কনফারেন্স রুমে এই ‘পার্টনার মিট’ পার্টনারদের নিয়ে এক মিলনমেলার আয়োজন করে টগি।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিসিএসের সভাপতি এস.এম সালেহিন রিংকু ,  আর.সি.এসের  জুলফিকার অলিউল্লাহ রুমি প্রমুখ। অনুষ্ঠানে টগি সার্ভিসেস লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের হেড অব অপারেশন্স  মোহাম্মদ উজ্বল মোল্লা, রাজশাহী ব্রাঞ্চ ইনচার্জ সোহেল রানা, পাবনা মার্কেটিং ম্যানেজার বরকত আলী’সহ উর্ধ্বতন কর্মকর্তারা। আলোচনায় অংশ নিয়ে নিজেদের অভিমত, অভিযোগ ও পরামর্শ জানান রাজশাহীতে বিভিন্ন স্বনামধন্য কম্পিউটার ও যন্ত্রাংশ বিক্রয়কারী প্রতিষ্ঠানের কর্ণধাররা।

শুরুতে টগি সার্ভিসেসের বিভিন্ন বিভাগের পক্ষ প্রতিষ্ঠানের পণ্যগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। বিভিন্ন দিক তুলে ধরে নিশ্চিন্তে টগির প্রযুক্তিপণ্য বিক্রির জন্য পার্টনারদের আহ্বান জানানো হয়।
পার্টনারদের সুবিধাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে জানিয়ে টগির পক্ষ থেকে বলা হয়, একটা পণ্য বিক্রির পর সেটি সার্ভিসিংয়ের জন্য ক্রেতা আপনাদের কাছে আসলে আপনারা যাতে আরো সহজে তাদের সে সেবা দিতে পারেন সেটি নিশ্চিত করতে আমরা অনেকগুলো পদক্ষেপ নিয়েছি। সার্ভিসের জন্য পণ্য পাঠানোর পর সেটি কোন অবস্থায় আছে তা জানতে আপনাদের টগির কল সেন্টার কিংবা সার্ভিস সেন্টারে ফোন দিতে হবে না। আপনি সার্ভিসিংয়ে আসা পণ্য আমাদের কাছে পাঠানোমাত্র এর একটি কোড জেনারেট হবে। টগির ওয়েবসাইটে সেটি দিয়ে আপনি সহজে জানতে পারবেন পণ্যের সর্বশেষ অবস্থা।

ক্রেতাদের সর্বোচ্চ সেবা নিশ্চিতে সরাসরি ক্রেতাদের মতামত নেওয়া হবে জানিয়ে টগির পক্ষ থেকে আরো বলা হয়, ক্রেতা সন্তুষ্ট কিনা সেটাও আমরা জানার চেষ্টা করবো। সন্তুষ্ট না হলে কেন হননি তা জেনে সমাধানের চেষ্টা করবো। পার্টনারদের নিয়েই টগি সার্ভিসেস এগিয়ে যেতে চায়।

এরপর মুক্ত আলোচনায় অংশ নেন বিভিন্ন কম্পিউটার ও প্রযুক্তিপণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ। আলোচনায় অংশ নিয়ে পাবনা কম্পিউটার প্লাসের স্বত্ত্বাধিকারী এম এ আজিম বলেন, অন্য হোলসেল প্রতিষ্ঠানের মতো আপনারা সরাসরি পণ্য সরাসরি খুচরা বিক্রি করবেন না এটা আমাদের দাবি। তার কথার প্রেক্ষিতে টগির হেড অব অপারেশন্স মো. উজ্বল মোল্লা বলেন, আমরা আশ্বস্ত করছি এরকম হবে না। আমরা সরাসরি ক্রেতাদের কাছে বিক্রি করবো না।

এভাবে অন্তরঙ্গ পরিবেশে ‘পার্টনার মিট’ প্রোগ্রামের সময় অতিবাহিত হতে থাকে। একে একে  রাজশাহী কম্পিউটার পিক্সেল ম্যানেজিং পার্টনার আশরাফ সিদ্দিকী নূর, ইমাজিন কম্পিউটার ম্যানেজিং পার্টনার এস এম আতিকুল হক তনু, নওগাঁ তাসনুভা কম্পিউটারের স্বত্বাধিকারী তৌফিকুল মোল্লা সেতু’সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ আলোচনায় অংশ নিয়ে টগি সার্ভিসেস লিমিটেডের প্রযুক্তিপণ্যে বিভিন্ন দিক তুলে ধরে তাদের মতামত জানান।‘পার্টনার মিট’ অনুষ্ঠান শেষে সবাই নৈশভোজে অংশ নেন।

error: Content is protected !!