ঈশ্বরদীতে জেলা শিক্ষা অফিসার আকস্মিক পরিদর্শনে একাধিক স্কুল তালাবদ্ধ


ঈশ্বরদী নিউজ টুয়েন্টিফোরঃ প্রকাশের সময় : জানুয়ারি ২, ২০২৪, ৭:৫০ অপরাহ্ণ /
ঈশ্বরদীতে জেলা শিক্ষা অফিসার আকস্মিক পরিদর্শনে একাধিক স্কুল তালাবদ্ধ

 

পাবনার ঈশ্বরদীতে নিয়মিত বিদ্যালয় পরিদর্শনে আসেন পাবনা জেলা শিক্ষা অফিসার মোঃ রোস্তম আলী হেলালী।

মঙ্গলবার (২ জানুয়ারী) দুপুরে মাজদিয়া উচ্চ বিদ্যালয়, আলহাজ্ব টেক্সটাইল মিলস্ উচ্চ বিদ্যালয়, এয়ারপোর্ট একাডেমি, ঈশ্বরদী বালিকা বিদ্যালয় এ্যান্ড কলেজ আকস্মিক পরিদর্শন করেন।এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ওয়াহেদুজ্জামান।

এ সময় মাজদিয়া উচ্চ বিদ্যালয় ও এয়ারপোর্ট একাডেমি ক্যাম্পাসে পা রাখতেই প্রত্যক্ষ করলেন তালাবদ্ধ, দেখলেন প্রতিটি শ্রেনি কক্ষ তালাবদ্ধ, শুন্যের নিরবতা বিরাজ করছে বিদ্যালয় প্রাঙ্গন। অফিস কক্ষ সেটিও তালায় পুর্ণতা। অথচ এই সময়টিতে বিদ্যালয় থাকবে শিক্ষার্থী, শিক্ষকের উপস্থিতি। প্রানের সঞ্চারের ঘাটতি থাকবে না, ক্লাস চলবে।

জেলা শিক্ষা অফিসার অবাক বিস্ময়ে হতভম্ব, তিনি যেন বিশ্বাসই করতে পারছেন না, বিরক্ত, বিব্রত, বিড়ম্বনায়, আড়ষ্টতায় দাঁড়িয়ে থাকলেন। এবার তিনি ফোন করলেন সংশ্লিষ্ট প্রধান শিক্ষককে দায়িত্বহীনতার জন্য কৈফিয়ত চাইলেন।

এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার মোঃ রোস্তম আলী হেলালী জানান শিক্ষার্থীরা আমাদের সন্তান তাদের প্রতি অবিচার, তাদের পড়ালেখার প্রতি দায়িত্বহীনতা কোন অবস্থাতেই কাম্য নয়। রাষ্ট্রের অর্থে আমরা বেতন ভোগ করি অথচ কেউ কেউ রাষ্ট্রের সাথে প্রতারনা করছেন। নতুন কারিকুলামের রুটিন অনুযায়ী সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শ্রেণী কার্যক্রম থাকলেও বিদ্যালয় বন্ধ পাওয়া যায়।

error: Content is protected !!