ঈশ্বরদীতে বার্জার রং নকল করার দায়ে নবী হার্ডওয়ারকে ১ লক্ষ টাকা জরিমানা


ঈশ্বরদী নিউজ টুয়েন্টিফোরঃ প্রকাশের সময় : অক্টোবর ১৭, ২০২৩, ১০:৪৪ অপরাহ্ণ /
ঈশ্বরদীতে বার্জার রং নকল করার দায়ে নবী হার্ডওয়ারকে ১ লক্ষ টাকা জরিমানা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ

পাবনার ঈশ্বরদীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বার্জার রং নকল করে বিক্রি করার দায়ে নবী হার্ডওয়ার স্টোরকে ১ লক্ষ টাকা জরিমানা আদায় নকল জব্দকৃত রং ধ্বংস করা হয়।

মঙ্গলবার ( ১৭ অক্টোবর) দুপুর ১টায় ঈশ্বরদীর কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন নবী হার্ডওয়ার স্টোরে অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিষয়টি সত্যতা নিশ্চত করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান রনি।

 

 

 

তিনি জানান, বিএসটিআইয়ের প্রতিনিধির উপস্থিতিতে উল্লেখিত এলাকায় নকল রং, উৎপাদন–মজুদ এবং বিক্রি করার অপরাধে নবী হার্ডওয়ার স্টোরকে ১ লাখ টাকা জরিমানা আদায় নকল জব্দকৃত রং ধ্বংস করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, বেশ কিছুদিন ধরেই এই অসাধু ব্যবসায়ী নকল রং, উৎপাদন মজুদ এবং বাজারজাত করে আসছিল। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে নবী হার্ডওয়্যার স্টোরের মালিক রকিবুন নবী ভবিষ্যতে আর যেন এ জাতীয় কাজ করতে না পারে সে জন্য মুচলেকা নেওয়া হয়।

তিনি আরোও জানান ভবিষ্যতেও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ ধরণের অভিযান অব্যাহত রাখবে।

error: Content is protected !!