সেই চীনা জাহাজের ৭ নাবিক করোনায় আক্রান্ত


ঈশ্বরদী নিউজ টুয়েন্টিফোরঃ প্রকাশের সময় : আগস্ট ২৪, ২০২১, ১:০৬ পূর্বাহ্ণ /
সেই চীনা জাহাজের ৭ নাবিক করোনায় আক্রান্ত

পরীক্ষায় ২১ নাবিকের মধ্যে ৭ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এসব নাবিকদের ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে চট্টগ্রাম বন্দরের স্বাস্থ্য বিভাগ।

সোমবার (২৩ আগস্ট) চট্টগ্রাম বন্দরের সহকারী বন্দর স্বাস্থ্য কর্মকর্তা মো. নুরুল আবছার জানান, ‘জাহাজটি আসার পর নাবিকদের শরীরে জ্বর ছিল ছিল। তাদের শরীরের তাপমাত্রা দেখে সন্দেহ হলে জাহাজটিতে মোট ২১ জন নাবিকে করোনা পরীক্ষা করা হয়। গতকাল তাদের সকলের নমুনা সংগ্রহ করা হয়। আজ তার ফলাফল আসে। সেখানে ৭ জনের দেহে করোনা পজেটিভ ফলাফল আসে।’

বন্দর কর্তৃপক্ষ জানায়, জাহাজটিতে থাকা ২১ নাবিকের ফিলিপাইনের ১৬ জন, ৩ জন ইউক্রেন, ১ জন রোমানিয়ার ও ১ জন রাশিয়ার নাগরিক রয়েছেন। জাহাজটি গত ১২ আগস্ট চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে এসেছিল। জাহাজটিতে ৪৬ হাজার ৩শ’ টন ডিএপি সার ছিল। তবে নাবিকদের করোনা উপসর্গ দেখা দেওয়ার পর থেকে বন্দরে জাহাজটির পণ্য খালাস বন্ধ রয়েছে। পাশাপাশি করোনা আক্রান্ত নাবিকদের ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

 
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে সচিব মো. ওমর ফারুক  বলেন, চীন থেকে আসা সারবোঝাই জাহাজটিতে ২১ নাবিকের মধ্যে সাতজনের করোনা পজেটিভ এসেছে। তাদের সবাইকে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দিয়েছেন বন্দর স্বাস্থ্য কর্মকর্তা। বর্তমানে চীনফেরত ওই জাহাজের পণ্য খালাস বন্ধ রয়েছে। গত ১৯ আগস্ট থেকে জাহাজটির কোয়ারেন্টিন শুরু হয়েছে।

উল্লেখ্য, গত রোববার (২২ আগস্ট) ‘এমভি সেরেন জুনিপার’ নামের একটি জাহাজ ৪৬ হাজার ৩০০ টন ডিএপি সার নিয়ে চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙরে আসে। জাহাজটিতে ২১ জন নাবিক ছিল। ১৯০ মিটার লম্বা, ১১ দশমিক ১ মিটার ড্রাফটের (জাহাজের পানির নিচের অংশ) জাহাজটি বর্তমানে বন্দরের বর্হিনোঙরের আলফা অ্যাংকরেজ এলাকায় রয়েছে।
error: Content is protected !!