ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির কমিটি গঠন, বাচ্চু সভাপতি, তানভীর সহ-সভাপতি


ঈশ্বরদী নিউজ টুয়েন্টিফোরঃ প্রকাশের সময় : অক্টোবর ৬, ২০২৩, ৮:১৩ অপরাহ্ণ /
ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির কমিটি গঠন, বাচ্চু সভাপতি, তানভীর সহ-সভাপতি

ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (৬ অক্টোবর) সন্ধ্যায় শিল্প ও বণিক সমিতির কার্যালয়ে এ কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বর্তমান সভাপতি শফিকুল ইসলাম বাচ্চু, সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ তানভীর মালিথা।

নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন ১৩ জন। সদস্যরা হলেন-আব্দুল আওয়াল পলাশ’ সিরাজুল ইসলাম কোহিনুর, আব্দুল আজিজ প্রাং, আবুল কালাম আজাদ, রবিউল আউয়াল সজিব, বিকাশ কর্মকার, রফিকুল ইসলাম রফিক, মোস্তফা মোক্তার আকিব, মোঃ শরীফ উদ্দিন, নাজিম উদ্দিন, তোফায়েল বিশ্বাস,তরিকুল ইসলাম, আরফাজুল ইসলাম প্রমূখ।

এর আগে শিল্প ও বণিক সমিতির কার্যালয়ে ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা। শিল্প ও বণিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প ও বণিক সমিতির প্রধান নির্বাচন কমিশনার মোঃ হায়দার আলী।

error: Content is protected !!