পাবনার ঈশ্বরদিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মানসিক ভারসাম্যহীন অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। শুক্রবার (৬ অক্টোবর) ভোর ৬টার দিকে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভারইমারি দক্ষিণপাড়া গ্রামের রহমত আলীর বাড়ির সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানাই, একটি বাসা বাড়ির বৈদ্যুতিক তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে সকালে লোকটিকে মাটিতে পরে থাকতে দেখে ঈশ্বরদী থানা পুলিশকে জানালে পুলিশ এসে লোকটিকে উদ্ধার করে।
ঘটনা সত্যতা নিশ্চিত করেন ঈশ্বরদী থানার সাব-ইন্সপেক্টর ইকবাল মাহমুদ তিনি জানায় মরদেহটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। লোকটি মানসিক ভারসাম্যহীণ তার নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে পরিচয় পাওয়া গেলে তার পরিবারের কাছে হস্তান্তর কর হবে।
আপনার মতামত লিখুন :