ঈশ্বরদীতে মিথ্যা মামলার প্রতিবাদে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ 


ঈশ্বরদী নিউজ টুয়েন্টিফোরঃ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৪, ২০২৩, ৯:০৩ অপরাহ্ণ /
ঈশ্বরদীতে মিথ্যা মামলার প্রতিবাদে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ 
পাবনার ঈশ্বরদীতে হয়রানি ও মানহানির উদ্দেশ্যে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী ।
গতকাল বুধবার বিকেলে ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর গ্রামে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী মিথ্যা মামলার প্রতিবাদে ঝাড়ুমিছিল বিক্ষোভ আয়োজন করে।
ভুক্তভোগীদের পক্ষে আব্দুল হামিদের নাতি চঞ্চল আল হাসান বলেন, পূর্ব শত্রুতার জের ধরে গত রবিবার ১০ সেপ্টেম্বর রাতে আব্দুর রহমান ও তার ছেলে বিশা মালিথা, জসিম মালিথা,  শুকচাঁদ মালিথা সহ মোট নয় জনকে আসামী করে প্রতিপক্ষ আব্দুল হামিদের বড় ছেলে সামছুজ্জামান বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি মিথ্যা মামলা দায়ের করেছেন।
মামলাটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন দাবী করে ভুক্তভোগী পরিবার জানান, প্রতিপক্ষরা শুধুমাত্র আমাদের হয়রানির উদ্দেশ্যে থানায় এ মামলা দায়ের করেছেন।
স্থানীয় ইউপি সদস্য আক্তারুল ইসলাম জানান,  আব্দুর রহমান ও আব্দুল হামিদের দীর্ঘ দিন ধরে জমিজমা নিয়ে সমস্যা। গত রবিবার একটা মিথ্যা অভিযোগ থানায় দিলে পুলিশ তা তদন্ত না করে মামলা হিসেবে নিয়েছে। আমি মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুজনকে তদন্ত করতে বললেও তিনি  তা না করে অভিযোগ মামলা হিসেবে অন্তর্ভূক্ত করেছেন।
স্থানীয় ওয়ার্ড আঃলীগের সভাপতি আব্দুর রহিম মালিথা বলেন, মিথ্যা মামলার কারনে ভুক্তভোগী পরিবার হয়রানীর শিকার হচ্ছে। আমরা শান্তি শৃঙ্খলার জন্য এ ঘটনার সুষ্ঠ তদন্ত চায়।
error: Content is protected !!