ঈশ্বরদীতে গণপিটুনিতে গরু চোর নিহত


ঈশ্বরদী নিউজ টুয়েন্টিফোরঃ প্রকাশের সময় : আগস্ট ২৫, ২০২৩, ৩:০৬ অপরাহ্ণ /
ঈশ্বরদীতে গণপিটুনিতে গরু চোর নিহত
পাবনার ঈশ্বরদীতে গরু চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে।

দিবাগত রাত ১টার দিকে উপজেলার মুলাডুলির শেখপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শেখপাড়ার ইদ্রিস আলীর বাড়িতে তিনজন যুবক গরু চুরির চেষ্টাকালে বাড়ির লোকজন ঢের পেয়ে ধাওয়া দেয়। পরে এলাকাবাসী ধাওয়া দিলে এদের মধ্যে একজনকে ধরে গণপিটুনি দেয় তারা। এতে ঘটনাস্থলে ওই যুবক মারা যান।

এ ঘটনা সত্যতার নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে।

error: Content is protected !!