পাবনার ঈশ্বরদীতে নির্মানাধীন দেশের সবচেয়ে বড় মেগা প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে গত ২৬ জুলাই বুধবার জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের নেতৃত্বে সংরক্ষিত মহিলা আসনের ১২ জন সংসদ সদস্যকে সঙ্গে নিয়ে পরিদর্শনে আসেন। এ সময় পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী ডেপুটি স্পিকার সহ ১৩ এমপি ঈশ্বরদীতে অবস্থিত আর. আর. পি এগ্রো ফার্মস এর ডাকবাংলোয় মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।
এ ঘটনায় ঢাকা থেকে প্রকাশিত বিভিন্ন জাতীয় সংবাদপত্র, আঞ্চলিক ও স্থানীয় প্রিন্ট ও অনলাইন নিউজ পোর্টালে “ডেপুটি স্পিকারসহ সংরক্ষিত মহিলা আসনের ১৩ সংসদ সদস্য জামায়াত নেতার বাড়িতে মধ্যহ্নভোজ” শিরোনামে সংবাদ প্রকাশ করেন। প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টি গোচর হয়েছে যা,মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যে প্রনোদিত বলে জানান আর. আর. পি শিল্প প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা অংশীদার মোঃ মনসুর আলম সংবাদ সম্মেলনে জানান।
প্রকাশিত সংবাদটিতে দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান আর. আর. পি গ্রুপ ও মহান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাডভোকেট শামসুল হক টুকু সহ ১৩ জন সংসদ সদস্যকে হেয় প্রতিপন্ন ও সুনাম ক্ষুন্ন করার জন্য যে মনগড়া সংবাদ টি প্রকাশিত হয়েছে আমি এই মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে ভবিষ্যতে এধরণের শিল্প প্রতিষ্ঠান ও দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিক ভাইদের আরও সতর্ক হওয়ার আহবান জানাচ্ছি।
প্রকৃত সত্য হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাবনাবাসীকে উপহার হিসেবে মহামান্য রাষ্ট্রপতি ও মহান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার দিয়েছে। এজন্য আমরা সত্যিই গর্বিত। ভবিষ্যতে ঈশ্বরদীতে আরও বড় ধরণের বিনিয়োগ করে শিল্প প্রতিষ্ঠান স্থাপনসহ বিভিন্ন বিষয়ের জন্য ডেপুটি স্পিকার এ্যাডভোকেট শামসুল হক টুকুর সহযোগীতা প্রত্যাশা করে আর. আর. পি শিল্প প্রতিষ্ঠানে তাঁর আগমন নিশ্চিত করা হয়। সেখানে ১৩জন সংসদ সদস্যর উপস্থিতি আমাদের বাড়তি পাওনা যোগ করে।
আপনার মতামত লিখুন :