যথাযোগ্য মর্যাদায় ঈশ্বরদীতে মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তী পালিত


ঈশ্বরদী নিউজ টুয়েন্টিফোরঃ প্রকাশের সময় : ডিসেম্বর ১৬, ২০২১, ৮:২৮ অপরাহ্ণ /
যথাযোগ্য মর্যাদায় ঈশ্বরদীতে মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তী পালিত

ঈশ্বরদীতে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তী। বাঙালির চিরদিনের গৌরব, বীরত্ব ও আত্মদানে মহিমান্বিত অর্জন মুক্তিযুদ্ধের বিজয়ের অর্ধশতবর্ষ পূর্ণ হলো। বীর মুক্তিযোদ্ধারা ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পাকিস্তানি হানাদার এবং তাদের দোসর রাজাকার-আলবদর-আলশামস বাহিনীকে পরাজিত করে ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জন করেন। আমরা পাই লাল-সবুজের পতাকা।
দিবসটি পালন উপলক্ষে সকালে সূর্যোদয়ের সাথে সাথে শহরের আলহাজ্ব মোড়স্থ বিজয়স্তম্ভে স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ অর্পণ করেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস ও উপজেলা নির্বাহী অফিসার পি.এম.ইমরুল কায়েস। তাদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় বিজয়স্তম্ভে ফুল দেওয়ার আনুষ্ঠানিকতা। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর একে একে পুলিশ বিভাগ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, উপজেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের অঙ্গ সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
দিনের অনান্য কর্মসূচির মধ্যে রয়েছে জাতির পিতার জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সরকারী এস এম স্কুল মাঠে সুসজ্জিত কুচকাওয়াজ, বিজয়র‌্যালি ও শপথ অনুষ্ঠানসহ নানা আয়োজন।
এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, পৌর মেয়র ইছাহক আল মালিথা, সহকারী কমিশনার(ভুমি)শেখ মেহেদী ইসলাম, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ, অফিসার ইনচার্জ তদন্ত হাদিউল ইসলাম ‌৷

error: Content is protected !!