প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে বিজয় দিবসে শহীদের রক্ত বৃথা যেতে না দিতে সবাইকে শপথবাক্য পাঠ করাচ্ছিলেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে তিনি এ শপথ পাঠ করান। এ সময় পোডিয়ামের ভুল বানানে আটকে যায় চোখ। ‘মুজিববর্ষ’ বানানটি ভুল ছিল! বানানটি লেখা হয়েছে ‘মুজিবর্ষ’। বিশাল এই আয়োজনে এমন বিব্রতকর ভুল নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়।
এটি নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। তবে আয়োজন কমিটির পক্ষ থেকে ‘প্রযুক্তিগত কারণে এই বানান বিভ্রান্তি’ বলে ব্যাখ্যা দেওয়া হয়।
এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন আয়োজক কমিটির প্রধান সমন্বয়কারী ড. কামাল আবদুল নাসের চৌধুরী। শপথ অনুষ্ঠানের ডায়াসের সামনের লোগোতে ’মুজিববর্ষ’ বানানে যে ভুল হয়েছে তা আয়োজকদের চোখ এড়িয়ে গেছে বলে স্বীকার করেছেন তিনি।
শুক্রবার (১৭ ডিসেম্বর) রাতে একটি টেলিভিশনের সংবাদ পর্যালোচনার অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে আবদুল নাসের চৌধুরী এ সব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘মুজিববর্ষ’কে ‘মুজিবর্ষ’ বলে মুদ্রিত হওয়াটা ছিল ভুল। এই ভুলটি আমাদের চোখ এড়িয়ে গেছে।’
তিনি বলেন, ‘কারিগরি জটিলতার কারণে এই ভুলের ব্যাপারে কাউকেই এককভাবে দায়ী করার কোনো অবকাশ নেই।’
আপনার মতামত লিখুন :