মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তীতে ঈশ্বরদীতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা


ঈশ্বরদী নিউজ টুয়েন্টিফোরঃ প্রকাশের সময় : ডিসেম্বর ১৬, ২০২১, ৮:৩০ অপরাহ্ণ /
মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তীতে ঈশ্বরদীতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তীতে ঈশ্বরদীতে বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা পি এম ইমরুল কায়েস এর সভাপতিত্বে একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ নায়েব আলী বিশ্বাস।
সংবর্ধনা অনুষ্ঠানের আরো বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা চান্না মন্ডল, সাবেক কমান্ডার আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা রশিদউল্লা, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আকরাম হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম মিন্টু, বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন বিশ্বাস ও মুক্তিযোদ্ধার সন্তান আনারুল ইসলাম রতন।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ নায়েব আলী বিশ্বাস বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু ছিলেন বিশ্ব ইতিহাসের অন্যতম মহানায়ক। সেরা মুক্তি সংগ্রামী, সেরা রাষ্ট্রনায়ক। জননন্দিত নেতা হিসেবে তার তুলনা ছিলেন তিনি নিজেই। মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তীতে সাম্প্রদায়িক অপশক্তি এবং বর্ণচোরাদের প্রতিহত করে তাদেরকে চূড়ান্তভাবে পরাজিত করাই আজকের দিনের শপথ।
স্থানীয় সকল বীর মুক্তিযোদ্ধা, উপজেলা পরিষদের সকল কর্মকর্তা এবং বিপুল সংখ্যক সুধিজন এসময় উপস্থিত ছিলেন।

error: Content is protected !!