বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপে কুড়িগ্রামকে হারালো গাইবান্ধা


ঈশ্বরদী নিউজ টুয়েন্টিফোরঃ প্রকাশের সময় : ডিসেম্বর ৭, ২০২১, ৮:১৮ অপরাহ্ণ /
বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপে কুড়িগ্রামকে হারালো গাইবান্ধা
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপে গাইবান্ধা জেলা ফুটবল দল ফিরতি খেলায় কুড়িগ্রামকে আবারো পরাজিত করেছে।
মঙ্গলবার বিকেলে কুড়িগ্রাম স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলায় গাইবান্ধা জেলা ফুটবল দল ১-০ গোলে কুড়িগ্রাম জেলা ফুটবল দলকে পরাজিত করে। খেলায় জয়সূচক গোলটি করেন গাইবান্ধা জেলা দলের ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় জিল্লুর।
বিকেল ৩টায় কুড়িগ্রাম স্টেডিয়াম মাঠে খেলার উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান। এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র কাজিউল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, কুড়িগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানষ দাস ধলু, গাইবান্ধা এসোসিয়েশনের সভাপতি মনা প্রমুখ।
এর আগে গাইবান্ধা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় কুড়িগ্রাম জেলা দলকে ১-০ গোলে হারায় গাইবান্ধা জেলা ফুটবল দল। বিভাগ ভিত্তিক এই প্রতিযোগিতায় রংপুর অঞ্চলে ২টি গ্রুপের মধ্যে রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলাকে নিয়ে গঠিত এই গ্রুপের এটি দ্বিতীয় খেলা। প্রতিযোগিতায় প্রতিটি জেলা দল একবার নিজের মাঠে এবং আরেকবার অপর জেলার মাঠে গিয়ে পরস্পরের বিরুদ্ধে লড়বে।
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এই চ্যাম্পিয়নশীপের আয়োজন করেছে।
error: Content is protected !!