পাবনা জেলায় শ্রেষ্ঠ ট্রাফিক নির্বাচিত হওয়াই সম্মাননা পেলেন ঈশ্বরদী ট্রাফিক অফিসের টিএসআই আমিরুল ইসলাম ৷
বুধবার (২২ ডিসেম্বর ) পাবনা পুলিশ লাইন্স মিলনায়তনে মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান তার হাতে পুরুস্কার ও ক্রেষ্ট তুলে দেন।
ঈশ্বরদীতে আগত টিএসআই আমিরুল ইসলাম, যোগদানের পর হতেই অত্যন্ত সাহসিকতা ও দাপটের সাথে অভিযান শুরু করেন। তাঁর আইনী কর্মকান্ডে মোটরবাইক চালকদের মধ্যে ভীতির সঞ্চার হয়। বৈধ কাগজ ও হেলমেট ছাড়া কোন বাইক চালক, জরিমানা ও মামলা ছাড়া নিস্তার নেই। তাই মোটরবাইক চালকরা এখন এই আমিরুল ইসলামের চোখ এড়িয়ে চলার চেষ্টা করে।
আমিরুল ইসলাম আইনের বাইরে কোন প্রভাবশালীর ফোন বা হুমকির তোয়াক্কা করেন না। অত্যন্ত সাহসিকতার সাথে মামলা দায়ের ও জরিমানা আদায় করে সরকারি কোষাগার ভারী করেন। এই সাহসিকতাপূর্ণ অভিযানের ঘটনা অভুতপূর্ব সাফল্য জেলা পুলিশের নজরে আসে। তাই আমিরুল ইসলামের সাহসিকতা ও কর্মের প্রতি শ্রেষ্ঠ ট্রাফিকের হাতে সম্মাননা স্মারক পুরুস্কার তুলে।
পুরুস্কার প্রাপ্তির পর আমিরুল ইসলাম পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই স্বীকৃতি আমাকে আগামীদিনের কাজের গতি আরও বৃদ্ধিতে সহায়ক হবে।
আপনার মতামত লিখুন :