দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি


ঈশ্বরদী নিউজ টুয়েন্টিফোরঃ প্রকাশের সময় : ডিসেম্বর ৩১, ২০২১, ৬:১০ অপরাহ্ণ /
দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান  বিশ্বাস এমপি

এস এম রিমন হোসেন, স্টাফ রিপোর্টার;
আজ রাতটি পার হলে কাল উঠবে নতুন ইংরেজি বছরের নতুন সূর্য। ইংরেজি নববর্ষের এই দিনে বাঙালিরা মেতে উঠবেন বর্ণিল আনন্দে। দেশবাসীর এই খুশিতে সামিল হতে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন, পাবনা -৪ আসনের মাননীয় সংসদ সদস্য, পাবনা জেলা আওয়ামীলীগের বিপ্লবী সহ-সভাপতি, মুজিব বাহিনীর আঞ্চলিক প্রধান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস।

শুক্রবার সকালে এক বার্তায় দেশবাসীকে এ শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় এমপি নুরুজ্জামান বিশ্বাস লেখেন,জাতীয় সংসদ নেত্রী, বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন দুঃখী মানুষের হাসি ফোটানোর লক্ষ্যে দুর্নীতি মাদক ও সন্ত্রাস মুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিসংগ্রামের ধারার জাতীয় ঐক্যের মাধ্যমে কার্যকরী পদক্ষেপ এর বাস্তবায়নে ও সুশাসন প্রতিষ্ঠাই হোক জননেত্রী শেখ হাসিনার ঘোষিত মুজিববর্ষের মূল লক্ষ্য।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতী মানুষের।

error: Content is protected !!