ত্রীর চুল ও ভ্রু কেটে দেওয়ার সেই ঘটনায় স্বামীসহ গ্রেপ্তার ৩


ঈশ্বরদী নিউজ টুয়েন্টিফোরঃ প্রকাশের সময় : ডিসেম্বর ২১, ২০২১, ৬:৩৬ অপরাহ্ণ /
ত্রীর চুল ও ভ্রু কেটে দেওয়ার সেই ঘটনায় স্বামীসহ গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জের শাহাজাদপুরে গৃহবধূর চুল ও ভ্রু-কেটে নির্যাতনের সেই ঘটনায় স্বামীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এর আগে রাতে শাহজাদপুর থানায় মামলাটি করেন ভিকটিমের মামা।

গ্রেপ্তাররা হলেন- নির্যাতিত নারীর স্বামী ও গার্মেন্টকর্মী মেহেদী সুজন, তার ছোট ভাই সুমন এবং তাদের মা ময়না বেওয়া।

র‌্যাব-১২’এর উপ অধিনায়ক মেজর মো. মুশফিকুর রহমান সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মঙ্গলবার দুপুরে গণমাধ্যমকর্মীদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে সুজনকে সাভার থেকে এবং তার মা-ভাইকে শাহজাদপুরের খাস সাতবাড়িয়া থেকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৫ বছর আগে সংসার শুরু হলেও বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের পাল্টাপাল্টি অভিযোগ তুলে সম্প্রতি মেহেদী হাসান সুজন ও তার স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। এরই জের ধরে চলতি মাসের শুরুতে সাভার থেকে শাহজাদপুরের খাসসাতবাড়ি গ্রামের বাড়িতে স্ত্রীকে নিয়ে আসেন সুজন। এক সপ্তাহ আগে চুল ও ভ্রু কেটে স্ত্রীর সৌন্দর্য নষ্ট করার পর শারীরিক নির্যাতনও চালান সুজন। খবর পেয়ে ওই গৃহবধূকে উদ্ধারের পর সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন তার মা ও মামা। হাসপাতালে ভর্তির পর বিষয়টি জানতে পারেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা। এ ব্যাপারে সমকালের প্রিন্ট ও অনলাইনে আলাদা দুটি রির্পোটও প্রকাশিত হয়।

error: Content is protected !!