কুড়িগ্রাম জুয়েলার্স সমিতির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
ঈশ্বরদী নিউজ টুয়েন্টিফোরঃ
প্রকাশের সময় : ডিসেম্বর ১০, ২০২১, ৭:৫৬ অপরাহ্ণ /
০
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এর কুড়িগ্রাম জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন শুক্রবার আলমাস কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
বাজুস এর কেন্দ্রীয় কমিটির সদস্য এবং রংপুর জুয়েলার্স সমিতির সভাপতি এনামুল হক সোহেল আনুষ্ঠানিক ভাবে সম্মেলনের উদ্বোধন করেন। বাবু দুলাল চন্দ্র রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাভোকেট আহসান হাবীব নীলু,ব্যবসায়ী বাদল চন্দ্র সাহা,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রবি বোস প্রমুখ।
পরে উপস্থিত কাউন্সিলরদের সর্বোসম্মতিক্রমে ২বছর মেয়াদে ১৩সদস্য বিশিষ্ট কুড়িগ্রাম জেলা জুয়েলার্স সমিতির কমিটি ঘোষনা করা হয়। যমুনা জুয়েলার্সের বাবু দুলাল চন্দ্র রায়কে সভাপতি, সুবোদ বনিক ও ফরিদুজ্জামন ফরিদকে সহ-সভাপতি, বিএম গোল্ড প্যালেস এর বাদল সাহাকে সাধারণ সম্পাদক, জয় প্রকাশ অংকু ও আহসান হাবীবকে সহ-সাধারণ সম্পাদক, কার্ত্তিক পালকে কোষাধ্যক্ষ করে ১৩ সদস্য কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। এছাড়া ৮জন জুয়েলার্স প্রতিষ্ঠানের মালিককে উপদেষ্টা করা হয়।
আপনার মতামত লিখুন :