কুড়িগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু


ঈশ্বরদী নিউজ টুয়েন্টিফোরঃ প্রকাশের সময় : ডিসেম্বর ৭, ২০২১, ১০:৪০ পূর্বাহ্ণ /
কুড়িগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
কুড়িগ্রামের চিলমারীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের সিন ইসলাম নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার রমনা মডেল  ইউনিয়নের পাত্রখাতা হাজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিন(২) ইসলাম হাজিপাড়া এলাকার জোবাইদুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শিশু টি দীর্ঘদিন নানা ছকমাল মিয়ার বাড়িতে থাকে আসছেন সোমবার দুপুরে খেলার সময় সবার অজান্তে সে বাড়ির পার্শের পুকুরের পানিতে ডুবে যায়। পরে পরিবারের লোক জন লাশ ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জোবায়ের ইসলাম সিন ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এদিকে শিশুটির মৃত্যু খবর ছড়িয়ে পড়লে শোকের এলাকায় শোকের ছায়া নেমে আসে।
error: Content is protected !!