কুড়িগ্রামে আগুনে পুড়ল ইউপি সদস্যের সাড়ে ৩শ মণ পাট
ঈশ্বরদী নিউজ টুয়েন্টিফোরঃ
প্রকাশের সময় : ডিসেম্বর ৭, ২০২১, ১০:০৪ পূর্বাহ্ণ /
০
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় অগ্নিকান্ডের ঘটনা ঘটছে। এতে আবু তালেব মোল্লা নামের এক ইউপি সদস্যের গুদামে রাখা সাড়ে ৩শ মণ পাট পুড়ে ভস্মীভূত হয়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ওই ইউপি সদস্য নিজই। ওই ইউপি সদস্য বজরা ইউনিয়নের পশ্চিম বজরা গ্রামের ৬ নংওর্য়াডে ইউপি সদস্য। ঘটনাটি ঘটেছে রোববার (৫ ডিসেম্বর) দিবাগত রাতে উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের পশ্চিম বজরা গ্রামে।
স্থানীয়রা জানান, গভীর রাতে হঠাৎ করে পাট গুদামে আগুনের লেলিহান জ্বলে উঠে। সেই আগুন গুদাম ঘরে ছড়িয়ে ছিটিয়ে পড়লে গুদামে থাকা সাড়ে ৩শ মণ পাট পুড়ে ভস্মীভূত হয়। এছাড়া টিনশেড ঘরে রাখা ধান,টিনের চাল,কাঠ পুড়ে যায়। এ অবস্থায় আমরা অনেক চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি নাই। এদিকে ফায়ার সার্ভিসে যোগাযোগ করা হলে ফায়ার সার্ভিসের গাড়ি আসার আগেই গুদামঘরে থাকা সব কিছু আগুনে ভস্মীভূত হয়।
ইউপি সদস্য আবু তালেব মোল্লা বলেন, আমার পাটগুদামে আগুন লেগে সব কিছু মিলে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কিভাবে আগুন লেগেছে কোন ধারনা করতে পারছি না। কাউকে দেখিও নাই কিভাবে বলবো যে কে এ ঘটনা ঘটেছে। আর ওই পাটগুদামে কোন বিদ্যুৎ সংযোগ ছিল না যে শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগবে। আগুন লেগে আমার বড় একটা ক্ষতি হয়ে গেল।
এ ব্যাপারে উলিপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্বাস আলী জানান, বিদ্যুতের সট সার্কিট থেকে আগুন লাগে পাট রাখা গুদামঘরে। আমরা খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। ধারনা করা হচ্ছে ৩-৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বজরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রেজাউল করিম জানান, ওই এলাকায় রাতে আমার মিটিং ছিল। রাত ১ টার দিকে মিটিং শেষ হয়। রাত তিনটার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ওই ইউপি সদস্য পাট গুলো কিনে রেখেছিলেন পরবর্তীতে বিক্রি করার জন্য। কিন্তু বিক্রি করার আগেই আগুনে পুড়ে সাড়ে ৩শ মণ পাট পুড়ে গেছে। আগুনের সুত্রপাত সম্পর্কে আমি কিছু জানতে পারি নি।
আপনার মতামত লিখুন :