এস এম রিমন হোসেন স্টাফ রিপোর্টার ;
আজ রাতটি পার হলে কাল উঠবে নতুন ইংরেজি বছরের নতুন সূর্য। ইংরেজি নববর্ষের এই দিনে বাঙালিরা মেতে উঠবেন বর্ণিল আনন্দে। ঈশ্বরদী – আটঘরিয়া বাসীর এই খুশিতে সামিল হতে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন, পাবনা -৪ আসনের মাননীয় সংসদ সদস্যের পুত্র, ঈশ্বরদী করোনা প্রতিরোধ কমিটির যুগ্ম আহবায়ক, যুবনেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন ইংরেজি নববর্ষের শুভেচ্ছা সবাইকে নতুন বছরের প্রত্যাশা রইল বিশ্ব থেকে মহামারী করোনা বিতাড়িত হোক। সেই কামনায় সকলকে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন।🌹 Happy New Year 🌹নতুন বছর মানে পিছনের সকল ক্লান্তি ভুলে এক নতুন যাত্রা। বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথায়, ‘বন্ধু হও, শত্রু হও, যেখানে যে কেহ রও,/ ক্ষমা করো আজিকার মতো,/পুরাতন বর্ষের সাথে/পুরাতন অপরাধ যত।’
আমাদেরও প্রত্যাশা পুরনো বছরের যত ব্যর্থতা-বেদনা, হতাশা-নিরাশা এমনি করে ক্ষয় হোক আবর্ত আঘাতে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা গড়ে তুলতে চাই বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ।
২০২২সালটি সবার জন্য সুসংবাদ বয়ে আনুক। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ।
আপনার মতামত লিখুন :