বাংলাদেশের রেলওয়ের অবসরপ্রাপ্ত প্রকৌশলী বীরমুক্তিযোদ্ধা সাঈদ মাহমুদ সেন্টু (৮৭) সোমবার (২০ ডিসেম্বর) দুপুর ১২ টায় ঢাকা বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। তিনি ঈশ্বরদী শহরের শহীদ আমিনপাড়ার মৃত মোজাম্মেল হকের বড় ছেলে।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকাল ১১টায় কেন্দ্রীয় গোরস্থান জামে মসজিদ প্রাঙ্গনে ঈশ্বরদী সহকারী কমিশনার (ভূমি) শেখ মেহেদি ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বীরমুক্তিযোদ্ধা সাঈদ মাহমুদ সেন্টুকে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করেন। পরে জানাযা নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে ঈশ্বরদী কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে সহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাযায় মুক্তিযুদ্ধকালীন ঈশ্বরদী অঞ্চলের কোম্পানী কমান্ডার কাজী সদরুল হক সুধা, বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু, স্বত:কন্ঠ‘র সম্পাদক নূরউদ্দিন শফি কাজল, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ঈশ্বরদী শাখার সভাপতি আব্দুর রহমান মিলন, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলামসহ বীরমুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান, মরহুমের আত্মীয়স্বজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
বীরমুক্তিযোদ্ধা সাঈদ মাহমুদ এর মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেছেন ঈশ্বরদী প্রেসক্লাব সভাপতি স্বপন কুন্ডু, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, সহ-সাধারণ সম্পাদক শেখ মহসীন, ঈশ্বরদী সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি আসদুজ্জামান আসিফ, সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম প্রমুখ।
আপনার মতামত লিখুন :