ঈশ্বরদীতে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব


ঈশ্বরদী নিউজ টুয়েন্টিফোরঃ প্রকাশের সময় : ডিসেম্বর ২৫, ২০২১, ৬:৪৭ অপরাহ্ণ /
ঈশ্বরদীতে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব

এস এম রিমন হোসেন স্টাফ রিপোর্টারঃ

ঈশ্বরদী  উপজেলায় মুজিববর্ষে নির্মিত আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন।

শনিবার সকাল ১১টায় উপজেলার মুলাডুলি ইউনিয়নের বহরপুর এলাকায় ভূমি ও গৃহহীনদের জন্য তৈরি করা প্রধানমন্ত্রীর বিশেষ উপহারের ঘর পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল, অতিরিক্ত জেলা প্রশাষক শিমুল আকতার, উপজেলা নির্বাহী কর্মকর্তা পি. এম. ইমরুল কায়েস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন  কর্মকর্তা তৌহিদুল ইসলাম সহ আশ্রায়ন প্রকল্পে বসবাসকারী উপকারভোগীরা।

এ সময় প্রকল্পের ঘরে বসবাসকারীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব। নির্মিত ও নির্মাণাধীন বাড়িগুলোর নির্মাণশৈলী ও গুণগতমান, অনুমোদিত ডিজাইন অনুযায়ী হয়েছে কি না তা যাচাই করে সন্তোষ প্রকাশ করেন। বসবাসকারী উপকারভোগী পরিবারের কোনো সমস্যা হচ্ছে কি না, সে বিষয়ে জানতে চান।

এ দিকে ঘর পেয়ে আশ্রয়ণের বাসিন্দারা প্রধানমন্ত্রীর একান্ত সচিবের কাছে জানান, জীবনে তারা অনেক কষ্ট করেছেন তাদের আশ্রয় ছিল না। প্রধানমন্ত্রীর কারণে দিনের পরিশ্রম শেষে মাথাগুজায় ঠাই পেয়েছেন। ভূমিহীন গৃহহীন এই মানুষগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য তাদের অন্তর থেকে দোয়া করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন

প্রকল্প পরিদর্শন শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় একান্ত সচিব বলেন পৃথিবীর বিভিন্ন দেশে ভূমিহীনদের এভাবে বাড়িঘর করে দেওয়া হয় না বড় বড় বিল্ডিং করলে কিন্তু সুখ আসে না সুখ আসে বন্ধুত্বে, সুখ আসে পারিবারিক বন্ধনে।

এ সময় প্রধানমন্ত্রীর একান্ত সচিব উপজেলার মুলাডুলি ইউনিয়নের বহরপুর আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষে উপহার সামগ্রী বিতরণ করেন। উপহার হিসেবে প্রতিটি পরিবারকে শীত বস্ত্র ও কৃষি উপকরণ বিতরণ করেন।

error: Content is protected !!