আ’লীগের উদ্যোগে ঈশ্বরদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন


ঈশ্বরদী নিউজ টুয়েন্টিফোরঃ প্রকাশের সময় : ডিসেম্বর ১৪, ২০২১, ৮:৩৩ পূর্বাহ্ণ /
আ’লীগের উদ্যোগে ঈশ্বরদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন
একাত্তরে মুক্তিযুদ্ধের শেষ ভাগে এ দেশের দোসরদের সহযোগিতায় পাক হানাদার বাহিনী হত্যা করেছিল শিক্ষাবিদ, চিকিৎসক, সাংবাদিকসহ হাজারো বুদ্ধিজীবীকে। সেই থেকে ১৪ ডিসেম্বর দিনটিকে জাতি শ্রদ্ধাভরে স্মরণ করে পালন করে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ৭টায় ঈশ্বরদী স্টেশন রোড আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয়, দলীয় ও শোক পতাকা উত্তোলনের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে শহীদ বুদ্ধিজীবী দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।
পতাকা উত্তোলন শেষে আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, প্রেসক্লাব সংলগ্ন শহীদ বুদ্ধিজীবী স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, পৌর মেয়র ইসাহাক আলী মালিথা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্রমিক নেতা রশিদুল্লা, উপজেলা আ’লীগের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, পাবনা জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক বশির আহমেদ বকুল, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মুরাদ মালিথা, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য শফিউল আলম বিশ্বাস,  উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি  রাকিবুল ইসলাম রনি, সহ’দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
error: Content is protected !!