চট্টগ্রাম: সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের অক্সিজেন রোডে মোহাম্মদ কামরুল ইসলামের তেলের ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চারটি বসতঘর পুড়ে গেছে।
বুধবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ভাটিয়ারির অক্সিজেন মোড় সংলগ্ন নিয়াজ শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রির পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সীতাকুণ্ড ও কুমিরা ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নেভাতে কাজ করে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়েছে, আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানানো হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পুরোনো মুবিল প্রক্রিয়াজাত করার সময় অসাবধানতার কারণে আগুনের সূত্রপাত হতে পারে। অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা ঘটেনি। তেল ডিপোর পাশের বসতঘরের ৪টি পরিবারের সব জিনিসপত্র পুড়ে গেছে।
কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ বাংলানিউজকে বলেন, সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ফায়ার সার্ভিসের ৪ টিম কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনি।
আপনার মতামত লিখুন :