মুলাডুলি (৪,৫,৬) সংরক্ষিত আসনে জনপ্রিয়তার শীর্ষে বই মার্কায় মেম্বার প্রার্থী জোসনা বেগম


ঈশ্বরদী নিউজ টুয়েন্টিফোরঃ প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০২১, ১০:১৬ অপরাহ্ণ /
মুলাডুলি (৪,৫,৬) সংরক্ষিত আসনে জনপ্রিয়তার শীর্ষে বই মার্কায় মেম্বার প্রার্থী জোসনা বেগম

মো: রাসেল হোসাইন ঈশ্বরদীঃ

আগামী ২৮শে নভেম্বর ৩য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঈশ্বরদী উপজেলার মুলিডুলি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের (সংরক্ষিত আসনে) মহিলা মেম্বার পদপ্রার্থী গরীব-দুঃখী মেহনতি মানুষের আশ্রয়স্থল, মানবিক নারী মোছাঃ জোসনা বেগম জনপ্রিয়তা এবং প্রচার প্রচারণায় প্রতিদ্বন্ধী সকল প্রার্থীদের মধ্যে সবার শীর্ষে রয়েছেন।

এবারের নির্বাচনে তার প্রতিক (বই)। ইতিমধ্যে তিনি তাহার সংরক্ষিত আসনের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে দল -মত ও ধর্ম -বর্ণ নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সকল পেশাজীবি মানুষের শ্রদ্ধা, ভালোবাসা নিয়ে নির্বাচনী প্রস্তুতি সহ বিভিন্ন কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন। স্থানীয় এলাকাবাসী’রা জানান, জোসনা বেগম একজন সৎ,যোগ্য ও আদর্শবান নারী।

তার ভিতর নেই কোন অহংকার, নেই কোন লোভ। তিনি সবসময় প্রচারবিমূখ হয়ে এলাকার সাধারণ মানুষের পাশে থেকে সেবা করে যাচ্ছে। এলাকাবাসীর ভাগ্য উন্নয়ন ও সমাজসেবা মূলক কাজ করার কারণে এলাকাবাসীর কাছে তিনি একজন সমাজসেবক হিসেবে পরিচিত। তাছাড়াও তিনি এলাকার বিভিন্ন উন্নয়নমূখী কাজ থেকে শুরু করে অসহায় মানুষের পাশে বিপদে আপদে সবসময় ছুটে যান।

তিনি একজন জন-প্রতিনিধি না হয়েও দীর্ঘদিন ধরে নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণ মানুষের সেবায়। তাই আসন্ন মুলাডুলি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে সমাজ সেবিকা জোসনা বেগম কে ৪,৫ ও ৬নং ওয়ার্ডে সংরক্ষিত আসনে মহিলা মেম্বার হিসেবে দেখতে চাই ঐ এলাকার মানুষ। এক সাক্ষাতকারে মেম্বার পদপ্রার্থী জোসনা বেগম বলেন, আমার জীবন শুরু সাধারণ মানুষের সেবা দিয়ে। আমি অতিতেও এলাকাবাসীর সুখে-দুঃখে পাশে ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যৎও থাকবো ইনশাআল্লাহ।

দলমত নির্বিশেষে আমাকে যদি জনগণের ভোট দিয়ে নির্বাচিত করে প্রথমে এই অবহেলিত ৪,৫ ও ৬নং ওয়ার্ডের সকল রাস্তা-ঘাট সহ সাধারণ মানুষের ভাগ্যেউন্নয়নে পরিবর্তন ঘটাবো, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নও অব্যাহত থাকবে। এই ওয়ার্ডকে একটি আধুনিক রোল মডেল ওয়ার্ড হিসেবে রূপান্তর করবো ইনশা-আল্লাহ্। মোছাঃ জোসনা বেগম ৫ নং ওয়ার্ডের আনোয়ার হোসেনের সহ-ধর্মিনী ও ঐ এলাকার স্বনামধন্য মরহুম ইনতাজ আলী সরদারের পুত্রবধূ।

মুলাডুলি ইউনিয়নের ৪,৫, ও ৬ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ জোসনা বেগমের বিকল্প নেই। উনি ইউপি নির্বাচনে (বই মার্কায়) বিপুল ভোটে মেম্বার নির্বাচিত হবেন এবং জনগনের জন্য আদর্শিক প্রতিনিধি হিসেবে দ্বায়িত্ব পালন করবেন, এমনটাই প্রত্যাশা বিশিষ্ট জনদের।

error: Content is protected !!