বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের লক্ষ্যে ঈশ্বরদীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত


ঈশ্বরদী নিউজ টুয়েন্টিফোরঃ প্রকাশের সময় : নভেম্বর ৯, ২০২১, ১১:৪৩ অপরাহ্ণ /
বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের লক্ষ্যে ঈশ্বরদীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের লক্ষ্যে মতবিনিময় সভা এবং ঈশ্বরদী উপজেলা শাখার কমিটি গঠন বিষয়ক শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে৷

মঙ্গলবার (৯ নভেম্বর) ঈশ্বরদী বিএম কলেজ মাঠে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের লক্ষ্যে স্বাধীনতা শিক্ষক পরিষদ এক মতবিনিময় সভা ও উপজেলা কমিটি গঠন বিষয়ক শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়৷ শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করে শিক্ষায় বৈষম্য দূর করার দাবি জানিয়েছে স্বাধীনতা শিক্ষক পরিষদ।

মতবিনিময় সভা অনুষ্ঠানে ঈশ্বরদী বিএম কলেজের অধ্যক্ষ ড. সোহেল আল-বেরুনীর সভাপতিত্বে আশরাফুল ইসলাম সবুজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সদস্য ও স্বাধীনতা শিক্ষক পরিষদ কেন্দ্রিয় কমিটির সাংগাঠনিক সম্পাদক অধ্যক্ষ তেলাওয়াত হোসাইন খাঁন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি ও কৃষকলীগ উপজেলা শাখার আহ্বায়ক মুরাদ মালিথা৷

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা শিক্ষক পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মেনহাজ উদ্দিন, সহ-সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম বাবু, প্রস্তুতি কমিটি যুগ্ন আহবায়ক এস এম মাহবুবুল আলম, মাদরাসা স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি মাওঃ আশরাফুল ইসলাম৷

এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক স্বপন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক প্রভাষক আবদুল বাতেন, দাশুড়িয়া ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম, ঈশ্বরদী মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ হামিদুর রহমান, মাজদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আব্দুর রাজ্জাক খান, গোপালপুর বিএম কলেজের অধ্যক্ষ মোঃ আরজান হোসেন, ইসলামিয়া আলিম মাদ্রাসা অধ্যক্ষ কামরুজ্জামান, ঈশ্বরদী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. আসলাম হোসেন, মুলাডুলি কলেজের অধ্যক্ষ এনামুল হক পাঠান, শেখ মেহেরুল্লাহ মাধ্যমিক বিদ্যালযয়ের প্রধান শিক্ষক মোঃ আলিশাহান, মিরকামারী আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আব্দুল জলিল, দাশুড়িয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ ইমাম উদ্দিন নূরী, মাতাল পাড়া দাখিল মাদ্রাসা সুপার হাফিজুর রহমান, ঈশ্বরদী মহিলা কলেজের প্রভাষক মতিউর রহমান, দাশুড়িয়া ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ হাসিবুর রহমান, আবুল হোসেন উচ্চ বিদ্যালযয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আসাদুজ্জামান, শেখ মেহেরুল্লাহ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আকাল উদ্দিন, শেখ মেহেরুল্লাহ স্মৃতি মাধ্যমিক বিদ্যালযয়ের সহকারী শিক্ষক সেলিম রেজা, ঈশ্বরদী মহিলা কলেজের প্রভাষক মাহাবুল আলম, মমতাজুল ইসলাম, দাশুড়িয়া ডিগ্রী কলেজের প্রভাষক সাইফুল ইসলাম, এম এ গফুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নুর হাসনাইন সহ অন্যান্য শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে স্বাধীনতা শিক্ষক পরিষদ ঈশ্বরদী উপজেলা শাখার সাত সদস্যর কমিটির নাম ঘোষনা করা হয়।

error: Content is protected !!