বিকল ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত


ঈশ্বরদী নিউজ টুয়েন্টিফোরঃ প্রকাশের সময় : নভেম্বর ১০, ২০২১, ৯:৪৯ পূর্বাহ্ণ /
বিকল ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত

ময়মনসিংহের নান্দাইলে সড়ক দুর্ঘটনায় আব্দুল কাইয়ুম (২৫) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের কাওয়ারগাতী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

কাইয়ুম উপজেলার রাজগাতী ইউনিয়নের বনাটি গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

নান্দাইল হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) আবু তালেব বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আব্দুল কাইয়ুম কিশোরগঞ্জ যাওয়ার উদ্দেশে মোটরসাইকেলে করে বাড়ি থেকে বের হয়। পথে কাওয়ারগাতী এলাকায় নিয়ন্ত্রণ হারালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বালুবাহী বিকল একটি ট্রাকে ধাক্কা খায়। এসময় তিনি মোটরসাইকেল নিয়ে রাস্তায় ছিটকে পড়েন। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক কাইয়ুমকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

error: Content is protected !!