পূর্বটেংরী বালিকা উচ্চ বিদ্যালয়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত


ঈশ্বরদী নিউজ টুয়েন্টিফোরঃ প্রকাশের সময় : নভেম্বর ৭, ২০২১, ১১:৩৭ অপরাহ্ণ /
পূর্বটেংরী বালিকা উচ্চ বিদ্যালয়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

প্রতিনিধি,ঈশ্বরদীঃপূর্বটেংরী বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২১ এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ নভেম্বর) সকাল ১১ টাই পূর্বটেংরী বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তন রুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস।

এ সময় বিদায়ী এস এস সি পরীক্ষার্থীদের শিক্ষা জীবনের আদর্শ কে কাজে লাগিয়ে ভবিষ্যতে কিভাবে জীবন কে উপরের দিকে গড়তে হবে তার বিভিন্ন দিকনির্দেশনা দেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান,জেলা পরিষদ সদস্য শফিউল আলম বিশ্বাস,স্কুলের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক সিরাজ উদ্দিন বিশ্বাস,ঈশ্বরদী উপজেলা শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান রবি,স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্য আরিফ খান সুজন।আর ও উপস্থিত ছিলেন স্কুলের সকল শিক্ষক,কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুলের সহকারী শিক্ষক আসাদুজ্জামান বকুল ও আসাদুজ্জামান আসাদ এবং সাবিক তত্ত্বাবধানে ছিলেন ঈশ্বরদী উপজেলা শিক্ষক পরিষদের সভাপতি ও স্কুলের প্রধান শিক্ষক জমসেদ আলী।

error: Content is protected !!