পাবনা জেলা শিক্ষা অফিসার হিসেবে যোগদানের তিন বছর পূর্তি উপলক্ষে এস এম মোসলেম উদ্দীনকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেছে উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসারগণ।
সকাল ১১ টায় এ উপলক্ষে পাবনা জেলা শিক্ষা কার্যালয়ে শিক্ষার গুণগত মান উন্নয়নে মত বিনিময় সভা শেষে জেলা শিক্ষা অফিসার এস এম মোসলেম উদ্দীনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পাবনা জেলার ৯টি উপজেলার মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের অফিসারগন। শুভেচ্ছা বিনিময় কালে উপস্থিত ছিলেন নওশের আলী মন্টু,সভাপতি, বাংলাদেশ শিক্ষক সমিতি, পাবনা জেলা শাখা, আক্তারুজ্জামান, সহকারী অধ্যাপক,শহীদ এম মনসুর আলী কলেজ পাবনা।
উপস্থিত উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের অফিসারগন বলেন, শিক্ষার মান উন্নয়নে জেলা শিক্ষা অফিসার মহোদয় সবসময় আমাদের দিকনির্দেশনা দিয়েছেন। আমরা চাই পাবনা জেলায় শিক্ষার মান উন্নয়নের জন্য তিনি আরও কিছুসময় এখানে কর্মরত থাকুক।
মত বিনিময় সভা শেষে পাবনা জেলা শিক্ষা কার্যালয়ে কর্মরতদের কৃতিত্ব বিবেচনায় মোঃ শফি উদ্দিন, গাড়ী চালক-কে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় নিজের অনুভুতি অভিব্যাক্ত করতে গিয়ে জেলা শিক্ষা অফিসার এস এম মোসলেম উদ্দীন জানান, ২০১৮ সালের ৭ নভেম্বর এই পাবনা জেলায় শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব গ্রহন করি। সবসময় শিক্ষার গুনগত মান উন্নয়নে কাজ করার চেষ্টা করেছি। তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক শরমিন ফেরদৌস চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন :