পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ 


ঈশ্বরদী নিউজ টুয়েন্টিফোরঃ প্রকাশের সময় : নভেম্বর ২৪, ২০২১, ৯:২১ পূর্বাহ্ণ /
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ 
মানিকগঞ্জ: ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
বুধবার (২৪ নভেম্বর) সকাল ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে এমন তথ্য নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল

তিনি গণমাধ্যমকে বলেন, সকাল ৬টার দিকে মাঝ পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এ কারণে দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে উভয় ঘাট এলাকায় অপেক্ষমান যানবাহনের সংখ্যা বাড়ছে। কুয়াশা কমে গেলে সিরিয়াল অনুযায়ী যানবাহনগুলো নৌরুট পারাপার করা হবে।

error: Content is protected !!