গণপরিবহন ধর্মঘটে পেছাল জাবির ভর্তি পরীক্ষা


ঈশ্বরদী নিউজ টুয়েন্টিফোরঃ প্রকাশের সময় : নভেম্বর ৬, ২০২১, ১২:৩০ পূর্বাহ্ণ /
গণপরিবহন ধর্মঘটে পেছাল জাবির ভর্তি পরীক্ষা

চলমান গণপরিবহন ধর্মঘটের কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ‘এ’ ইউনিটের ৭ এবং ৮ নভেম্বরে অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষা পিছিয়ে দেয়া হয়েছে। এই ইউনিটের পরীক্ষা আগামী ২০ এবং ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে। সে হিসেবে জাবিতে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে ৯ নভেম্বর থেকে।

শুক্রবার (০৫ নভেম্বর) বিশবিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সচিব আবু হাসান জানান, চলমান গণপরিবহন ধর্মঘটে দূর দুরান্ত থেকে আসা শিক্ষার্থীদের কথা বিবেচনা করে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ‘এ‘ ইউনিটের ৭ এবং ৮ নভেম্বর ২০২১ তারিখে অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষা পিছিয়ে ২০ এবং ২১ নভেম্বর করা হয়েছে।

তিনি আরও জানান, অন্যান্য ইউনিটের ভর্তি পরীক্ষার সময় সূচি অপরিবর্তিত থাকবে।

error: Content is protected !!