কৃষি সচিবের সাথে ঈশ্বরদী সুগারক্রপের বিজ্ঞানী ও কর্মকর্তাদের মতবিনিময়


ঈশ্বরদী নিউজ টুয়েন্টিফোরঃ প্রকাশের সময় : নভেম্বর ৯, ২০২১, ১১:৫২ অপরাহ্ণ /
কৃষি সচিবের সাথে ঈশ্বরদী সুগারক্রপের বিজ্ঞানী ও কর্মকর্তাদের মতবিনিময়

বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী ও কর্মকর্তাদের সাথে কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ নভেম্বর) রাতে ইনস্টিটিউটের অডিটোরিয়ামে সুগারক্রপের মহাপরিচালক ড আমজাদ হোসেনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভার প্রধান অতিথি কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেসবাহুল ইসলাম সুগারক্রপের গবেষণা কার্যক্রমের উপর সন্তোষ প্রকাশ করে আরো নতুন নতুন আখের জাত উদ্ভাবনের আহব্বান জানান।

বিশেষ অতিথি ছিলেন বিআরসি’র নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আসাদুল্লাহ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার, বিএমডিএ এর নির্বাহী পরিচালক প্রকৌশলী আব্দুর রশীদ ও পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন।

শুরুতে সুগারক্রপ গবেষণা কার্যক্রমের উপর ভিডিও চিত্র উপস্থাপন করেন উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা এস এম রেজাউল করিম। সঞ্চলনা করেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা রাশেদুল ইসলাম।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার পি এম ইমরুল কায়েস, সুগারক্রপের বিজ্ঞানী ও কর্মকর্তা ছাড়াও কৃষি বিভাগের বিজ্ঞানী, সরকারি কর্মকর্তা এবং সুধিজন উপস্থিত ছিলেন।

error: Content is protected !!