ঈশ্বরদীর সাঁড়ার নৌকা প্রার্থী রানা সরদারের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে ৪নং ওয়ার্ড আ,লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত


ঈশ্বরদী নিউজ টুয়েন্টিফোরঃ প্রকাশের সময় : নভেম্বর ৯, ২০২১, ৯:৪৩ পূর্বাহ্ণ /
ঈশ্বরদীর সাঁড়ার নৌকা প্রার্থী রানা সরদারের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে ৪নং ওয়ার্ড আ,লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য এমদাদুল হক রানা সরদার দ্বিতীয় বার নৌকা প্রতীকের প্রার্থী হওয়ায় ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের পক্ষ থেকে বিজয় নিশ্চিত করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ৷
সোমবার সন্ধ্যায় মতবিনিময় সভায় সাঁড়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আফসার আলী মৃধার সভাপতিত্বে , সাধারণ সম্পাদক রবিউল ইসলাম মন্টুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা মাহজাবিন শিরিন প্রিয়া, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এমদাদুল হক রানা সরদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জমশেদ আলী সরকার।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাঁড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন সরদার, আখলাকুর রহমান রিপন, সাঁড়া ইউনিয়ন আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক আখলাকুর রহমান বাবু,আমজাদ হোসেন প্রামানিক, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান স্বজন সরদার ৷
এ সময় এমদাদুল হক রানা সরদার বলেন সাঁড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে টানা দ্বিতীয়বার বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীকে মনোনীত করেছেন। আগামী ২৮ নভেম্বর নৌকা প্রতিকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে আরো গতিশীল করার আহবান জানান।
প্রধান অতিথির বক্তব্যে এই ইউনিয়নের বিদ্রোহী প্রার্থীর কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ভুল রাজনীতি করে যদি ভুল পথে চলো তাহলে বঙ্গবন্ধুর কন্যা বলে দিয়েছে নৌকার বিরুদ্ধে এবার বিদ্রোহী প্রার্থী হবে সে জীবনে কোনদিনও নৌকা পাবে না ৷ এবং কি কোনদিন পদ-পদবী পাবেনা , ইউনিয়নের জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে,  এবং কি যারা বিদ্রোহী প্রার্থী হওয়ার জন্য হুলহুলু দিচ্ছে তারা ক্ষতি করে আওয়ামী লীগ থেকে নিরবিচ্ছিন্ন করে দেওয়ার জন্য ৷ তাই বলবো বিদ্রোহী পার্থী না হয়ে, নৌকার পক্ষে থেকে আগামী ২৮ শে নভেম্বর আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর  নৌকা প্রতীকে বিপুল ভোটে বিজয়ী করে আওয়ামী লীগকে আরও গতিশীল করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান ৷
error: Content is protected !!