ঈশ্বরদীতে সুস্থ শরীর গঠনের “সুস্থ্যজীবন ব্যায়াম কেন্দ্রের” বর্ষপূর্তি পালন
ঈশ্বরদী নিউজ টুয়েন্টিফোরঃ
প্রকাশের সময় : নভেম্বর ৫, ২০২১, ৭:২৯ অপরাহ্ণ /
০
“সুস্থ্য শরীর সুস্থ্য মন, গড়ে তোলে সুন্দর জীবন” এ প্রতিপাদ্য সামনে নিয়ে কাজ করে যাচ্ছে “সুস্থ্য জীবন ব্যায়াম কেন্দ্র” সংগঠনটি প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ রালি শেষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ৷
শুক্রবার ( ৫ নভেম্বর ) সকাল ৮টায় ঈশ্বরদী ইনস্টিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সম্মেলন কক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। সংগঠনটির পরিচালক এ্যাডভোকেট মইনুল ইসলাম মহনের সভাপতিত্বে ও জাফরুল ইসলাম রতনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার পি,এম, ইমরুল কায়েস ৷ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী রেলওয়ে ষ্টেশন সুপারেনটেন্ট মহিউল ইসলাম।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে পি এম ইমরুল কায়েস বলেন জীবনকে সুস্থ করা সুস্থভাবে বেঁচে থাকার এটিতো আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত, আমরা করোনার সময় দেখেছি মানুষ কিভাবে অসহায় হয়ে গেছে এবংরোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে- কেন? কমে যাচ্ছে আমরা নিয়মিত শরীরচর্চা বা ব্যায়াম করছি না, আমাদের শরীরে যে পরিমাণ রক্ত সঞ্চলন হওয়া দরকার সে পরিমাণ রক্ত সঞ্চালন হচ্ছে না , ডায়াবেটিস থেকে শুরু করে উচ্চ রক্তচাপ আমাদের জীবন নিয়ে চিন্তা করার সময় থাকেনা, পরিবারকে কিভাবে ভালো রাখা যাবে নিজে কিভাবে উন্নতি করব” তখন নিজের স্বাস্থ্যের যে উন্নতি করতে হবে ওইভাবে গুরুত্ব দিয়ে থাকি না ৷ আমরা শুধু অসুস্থ হলে ডাক্তারের কাছে শরণাপন্ন হতে হয়, ব্যায়াম সঠিকভাবে করা যায় তাহলে আমাদের রক্ত সঞ্চালন এর সাথে শুরু করে সকালের যে পরিবেশ সত্যিই মন ভালো হয়ে যায় ৷ সারাদিনের কাজ করার প্রতি যে আগ্রহ তৈরি করে, একটা কাজের শ্রেহা তৈরি করে কাজের ক্লান্তি দূর করে দেয় ৷ ধন্যবাদ জানাই এ সংগঠনের নিজেদের আত্ম উন্নয়নের জন্য কাজ করছে না , দেখেছি করোনার মধ্যেও কাজ করেছে, এমনই উদ্দেশ্য হওয়া উচিত, তাই আমরা জীবনকে সুস্থ রাখতে শরীরচর্চা ও ব্যায়ামের বিকল্প নাই ৷
এ ছাড়া ও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা জাফরুল ইসলাম রতন, পূবালী ব্যাংক ঈশ্বরদী শাখার ম্যানেজার সাজ্জাদ হোসেন, সাধারন সম্পাদক ব্যবসায়ী জালাল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী সাক্কু, সিনিয়র সদস্য আব্দুর রহমান ,সদস্য সাবেক আন্তর্জাতিক ফুটবলার আতিকুর রহমান তারা, সদস্য মতিউর রহমান সন্টু, সদস্য শফিউল আলম বাবু, আশরাফুজ্জামান খোকন, সদস্য রাকিবুল হাসান আলম কোরবান আলী সন্টুসহ এ সংগঠনের বিভিন্ন বয়সের পেশার অর্ধশত সদস্যবৃন্দ।
“সুস্থ্য শরীর সুস্থ্য মন, গড়ে তোলে সুন্দর জীবন” এমন প্রত্যাশা সকলের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়৷
আপনার মতামত লিখুন :