ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে জেল হত্যা দিবসে জাতীয় চার নেতাকে স্মরণ করা হয়েছে ৷
দিবসটি উপলক্ষে বুধবার (৩ নভেম্বর) সকাল ০৭ টায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বশির আহমেদ বকুল , জেলা পরিষদের সদস্য শফিউল আলম বিশ্বাস,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাসুদ রানা, যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম শরিফ প্রমূখ।
এছাড়াও ঈশ্বরদী উপজেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান পুষ্পমাল্য অর্পণ করেন।
উল্লেখ্যঃ পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায় রচিত হয় এই দিনে। ১৯৭৫ সালের ৩ নভেম্বর জেলের ভেতরে ঢুকে জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, মুহাম্মদ কামরুজ্জামান ও ক্যাপ্টেন মনসুর আলীকে নির্মম ভাবে হত্যা করে স্বাধীনতাবিরোধী ঘাতকরা। গভির শোকের এই দিনটি বাঙালি জাতি ভিষণ শ্রদ্ধা আর ভালোবাসার সঙ্গে পালন করে আসছে ।
বিকেলে আওয়ামী লীগ কার্যালয়ে দোয়াও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে ৷
আপনার মতামত লিখুন :