ঈশ্বরদীতে লোটোর ২২১ তম শাখা শোরুম উদ্বোধন


ঈশ্বরদী নিউজ টুয়েন্টিফোরঃ প্রকাশের সময় : নভেম্বর ৬, ২০২১, ২:৩২ অপরাহ্ণ /
ঈশ্বরদীতে লোটোর ২২১ তম শাখা শোরুম উদ্বোধন

ঈশ্বরদীতে বিশ্ববিখ্যাত ইটালিয়ান ব্রান্ড লোটোর ২২১ তম শাখা শোরুম উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৬ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় ঈশ্বরদী স্টেশনে রোডে কেন্দ্রীয় জামে মসজিদ (বড় মসজিদ) সংলগ্ন ফিতা কেঁটে উদ্বোধন করা হয়। পরে ঘোড়ার গাড়ি ব্যান্ডপাটিসহ বর্ণাঢী শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

ঈশ্বরদীতে লোটোর দ্বিতীয় শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ‘লোটো বাংলাদেশ’ব্যবস্থাপনা পরিচালক কাজী জামিল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি হিসাবে ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, ঈশ্বরদী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খাঁন, লোটো বাংলাদেশের ফ্রাঞ্চাইজ অপারেশন ম্যানেজার এহসানূর রহমান,গ্রামীণ ফোন কাস্টমার কেয়ার ঈশ্বরদী শাখার স্বত্বাধিকারী ফরহাদ রেজা হীরক, লোটে বাংলাদেশ ঈশ্বরদী শাখা অফিসের স্বত্বাধিকারী, আনোয়ার হোসেন রাজু, ব্যাবসায়ী আসাদুজ্জামান আসাদ, আব্দুল মতিন প্রমুখ।

লোটো বাংলাদেশ’ব্যবস্থাপনা পরিচালক কাজী জামিল ইসলাম, জানান,লোটো শোরুমের ২২১তম ঈশ্বরদীর দ্বিতীয় শাখার উদ্বোধন উপলক্ষ্যে আগামী তিনদিন
৮ নভেম্বর (সোমবার) পর্যন্ত ১০% ডিসকাউন্টে সাধারন ক্রেতাগন ক্রয় করতে পারবেন।

দেশে যে পণ্যটি পাওয়া যায়,এখন থেকে একই মানের পন্য ঈশ্বরদীর দ্বিতীয় শোরুম থেকে ক্রয় করতে পারবে সাধারন ক্রেতারা। শোরুমে উন্নতমানের স্যান্ডেল, সু, চামড়ার বেল্ট, জিন্সের প্যান্ট, গেঞ্জি টিশার্ট, চামড়ার স্যান্ডেল,ল্যাগেজ ব্যাগসহ প্রয়োজনীয় সামগ্রীর সমাহার ঘটবে।

error: Content is protected !!