বঙ্গবন্ধুর কৃষির যে শিল্প বিপ্লব ঘটেছে তা আজ বিশ্বের উদাহরনঃ এমপি নুরুজ্জামান বিশ্বাস


ঈশ্বরদী নিউজ টুয়েন্টিফোরঃ প্রকাশের সময় : অক্টোবর ৩০, ২০২১, ১২:৪৪ পূর্বাহ্ণ /
বঙ্গবন্ধুর কৃষির যে শিল্প বিপ্লব ঘটেছে তা আজ বিশ্বের উদাহরনঃ এমপি নুরুজ্জামান বিশ্বাস

বঙ্গবন্ধুর কৃষির যে শিল্প বিপ্লব ঘটেছে তা আজ বিশ্ব উদাহরন বলে মন্তব্য করেছেন পাবনা জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মুক্তিযুদ্ধের সংগঠক মুজিব বাহীনির প্রধান পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস।তিনি বলেন,কৃষি ও কৃষকের প্রতি বঙ্গবন্ধুর গভীর মমত্ব ও ভ্রাতৃত্ববোধ ছিল। সেজন্যই তিনি সবসময় দারিদ্র্য ও ক্ষুধামুক্ত সোনার বাংলা গঠনে কৃষি ও কৃষি শিক্ষায় শিক্ষিত কৃষিবিদদের কল্যাণে এবং কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গোটা কৃষিব্যবস্থাকে ব্যাপক আধুনিকীকরণ ও লাগসই উন্নয়নে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করেছিলেন।

বঙ্গবন্ধু কৃষি ও কৃষকের প্রতি যে সম্মান প্রদর্শন করে গেছেন, তা সত্যিই আমাদের কৃষিবিদদের জন্য বিশাল গর্বের। আর এজন্যই ‘বঙ্গবন্ধুর মহান দান, কৃষিবিদ ক্লাস ওয়ান’ স্লোগানটি এদেশের প্রতিটি কৃষিবিদের অনুভূতিতে মিশে আছে।তিনি বলেন আজ ঈশ্বরদী সহ সারাদেশে কৃষিতে যে উন্নয়ন তা বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার দুরদর্শীতার নেতৃত্বে।তিনি আর ও বলেন তলাবিহীন ঝুড়ির বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ং সম্পুর্ন হয়ে বিশ্বে খাদ্য রপ্তানি করছে।এ সকল সাফল্য বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুর কন্য জননেত্রী শেখ হাসিনার জন্য।ঈশ্বরদী আজ কৃষি সহ শিল্প উন্নয়ন এলাকায় দেশের অন্যতম।কৃষিতে দেশের জাতীয় পুরষ্কারের মধ্যে ২৫ ভাগ মানুষই ঈশ্বরদী।দেশের বিখ্যাত লিচু,ধান,পাট,গম সহ কৃষি খাতে সব কিছুতেই ঈশ্বরদী অনেক এগিয়ে রয়েছে।২০২০-২০২১ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় খরিপ-২ মৌসুমের রোপা আমন ধান (ব্রিধান-৮৭) এ-র নমুনা শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শুক্রবার (২৯অক্টোবর) সকাল ১১ টাই ঈশ্বরদী পৌর ৯ নং ওয়ার্ডে ইস্তায় শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হই।অনুষ্ঠানে কৃষিবিদ আব্দুল কাদের এ-র সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ আসাদুল্লাহ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঈশ্বরদী সুগারক্রুপ ইনষ্টিটিউটের মহাপরিচালক কৃষিবিদ ড.আমজাদ হোসেন,কৃষি সম্প্রসারন অধিদপ্তরের বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ইউসুফ রানা মন্ডল,ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস,উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা পি.এম ইমরুল কায়েস।অনুষ্ঠানে বৃহত্তর যশরের প্রকল্প পরিচালক কৃষিবিদ রুহুল কবির,আঞ্চলিক কৃষি তথ্য অফিসার প্রশান্ত কুমার রায়,ঈশ্বরদী উপজেলা কৃষকলীগের যুগ্ন আহ্বায়ক মুরাদ আলী মালিথা,ঈশ্বরদী উপজেলা কৃষি অফিসার মিতা সরকার,কৃষি সম্প্রাসারন অফিসার মাহমুদুল আলম খান সহ জেলার সকল উপজেলার কৃষি কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন পাবনা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক আব্দুল লতিফ।

error: Content is protected !!