পাবনার ঈশ্বরদী বক্তারপুরে ‘প্রে’ম প্রীতির বন্ধন’ ছবির শেষ ভাগের শুটিং চলছে। উপমা কথাচিত্রের ব্যানারে নির্মিত এই সিনেমা’র মাধ্যমে প্রথমবারের মতো বড়পর্দায় জুটি বাঁধছেন অ’পু বিশ্বা’স ও জয় চৌধুরী। গত ১৭ মে বিএফডিসির ৯ নম্বর ফ্লোরে সিনেমাটির মহরতের মাধ্যমে শুটিং শুরু হয়। এর আগে ‘হিটম্যান’ সিনেমায় অ’পু বিশ্বা’সের সহশিল্পী হিসেবে কাজ করেছেন জয়।
সম্প্রতি জয়ের সঙ্গে পাবনার ঐতিহ্যবাহী হার্ডিঞ্জ ব্রিজে দেখা মিলেছে অ’পুর। সিনেমা’র শুটিংয়ের খোঁজ নিতে যোগাযোগ করা হলে গণমাধ্যমকে নাযক জয় বলেন, এই অঞ্চলে আম’রা আরো টানা ৬ অক্টোবর পর্যন্ত কাজ করবো। ছবির ৭০ ভাগ কাজ আগেই শেষ হয়েছে। এখন অ’পু বিশ্বা’সকে নিয়ে পালিয়ে যাওয়ার সিক্যুয়েন্সের শুটিং করছিলাম। শটের ফাঁকেই কথা বলছি। আম’রা যখন দুজন পালাচ্ছি তখন আমাদেরকে স’ন্ত্রাসীরা আক্রমণ করে। এমন একটি দৃশ্যের শুটিং চলছে। এখানে বেশ গরম এরইমধ্যে ফাইট, দৌড় সব মিলে কঠিন দশা।
তিনি আরও বলেন, ঢালিউড কুইন অ’পু বিশ্বা’সের সঙ্গে কাজটি নিয়ে খুব আশাবাদী আমি। আর হ্যাঁ আগামীকাল থেকে ছবির শুটিং অংশ নেবেন মিশা সওদাগর ভাই। সব মিলে দর্শক জমজমাট একটি চলচ্চিত্র পাবেন।
অ’পু-জয় ছাড়াও এই সিনেমায় আরো অ’ভিনয় করছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদসহ অনেকে। প্রসঙ্গত, অ’পু বিশ্বা’স অ’ভিনীত সর্বশেষ ‘প্রিয় কমলা’ সিনেমাটি গতমাসে মুক্তি পায়। অ’পু অ’ভিনীত ‘ছায়াবৃক্ষ’ এবং ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমা দুটি মুক্তির অ’পেক্ষায় রয়েছে।
আপনার মতামত লিখুন :