ইউনিয়ন পরিষদ নির্বাচন তৃতীয় ধাপে ঈশ্বরদী উপজেলায় অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ ( ইউপি ) নির্বাচনে চেয়ারম্যান পদে চূড়ান্ত প্রার্থী তালিকায় পূনরায় সাঁড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইমদাদুল হক রানা সরদারের নাম ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ।
এদিকে কেন্দ্র থেকে ইমদাদুল হক রানা সরদারের নাম ঘোষনা দেওয়ায় আনন্দ র্যালি ও প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করে সাঁড়া ইউনিয়নের সর্বস্তরের মানুষ।
শুক্রবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬.৩০ মিনিটের সময় সাঁড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান স্বজন সরদারের নেতৃত্বে এ আনন্দ উদযাপন করা হয়। এর আগে সাঁড়া কেন্দ্রীয় জামে মসজিদে মাননীয় প্রধানমন্ত্রী ও তার পরিবারবর্গের জন্য বিশেষ দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সাঁড়া ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আখলাকুর রহমান রিপন, আওয়ামীলীগ নেতা মনজুর রহমান সরদার, আব্দুল করিম, কবির হোসেন, শেখ আকবর আলী, যুবলীগ নেতা আসলাম হোসেন, আব্দুর রকিব,রানা মালিথা, বিরহান সরদার, ডাগা সরদার,শিমুল সরদার, জুয়েল হোসেন, সাঁড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক নাইম সরদার, ছাত্রলীগ নেতা রিজভি মালিথাসহ সাঁড়া ইউনিয়ন ছাত্রলীগ,যুবলীগ এবং আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
উল্লেখ্য, শুক্রবার ( ২২ অক্টোবর ) দুপুরে দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয় । বিজ্ঞপ্তিতে বলা হয় , সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা । বিজ্ঞপ্তিতে ঈশ্বরদী উপজেলার সাঁড়ায় এমদাদুল হক রানা সরদারেরর নাম ঘোষনা করা হয়।
আপনার মতামত লিখুন :