গত ২৪ ঘন্টায় ঈশ্বরদীর পদ্মা নদীতে পৃথক অভিযান চালিয়ে ইলিশ মাছ শিকারের অপরাধে ৭ জেলেকে আটক করেছে লক্ষিকুন্ডা নৌ পুলিশ । ঈশ্বরদীর পদ্মা নদীর বিভিন স্থানে অভিযান পরিচালনা করা হয়।
প্রতিবছর আশ্বিনের ভরা পূর্ণিমার আগে-পরে মিলিয়ে মোট ১৫ থেকে ১৭ দিন হচ্ছে ইলিশের ডিম ছাড়ার আসল সময়। এসময় সাগর থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ নদীতে ছুটে আসে।
এই সময়কে বিবেচনায় নিয়ে প্রতিবছরের ন্যায় এ বছরও মোট ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ সময় ইলিশকে স্বাচ্ছন্দ্যে ডিম ছাড়ার সুযোগ দিতেই সরকার দেশের সব নদ-নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। মা ইলিশ সংরক্ষণে লক্ষীকুন্ডা নৌ-পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ আব্দুল হান্নান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স রিয়াদ হাসান, আরিফ হাসান, মির্জা ও আব্দুর রাজ্জাকের সহযোগিতায় পদ্মা নদীতে গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে অবৈধভাবে ইলিশ মাছ শিকার করার দায়ে সাত জন জেলেকে আটক করা হয় হয়েছে।
আটককৃতরা হলেন (১) আহাদ আলী (৪৭) পিতা মৃত ওয়াহেদ আলী, থানা ভেড়ামারা, জেলা কুষ্টিয়া। (২)মো. জীবন আলী (২২) পিতা. আহাদ আলী , থানা ভেড়ামারা, জেলা কুষ্টিয়া রাইটার (নতুন পাড়া), (৩) মো. আব্দুল হক মোল্লা (৫৮) পিতা-মৃত ওসমান গনি মোল্লা, সারা ঝাউদিয়া গোরস্তানপাড়া, থানা ঈশ্বরদী জেলা পাবনা । (৪) মো. রাশেদুল মোল্লা (২২) পিতা আব্দুল হক মোলা, থানা ঈশ্বরদী জেলা-পাবনা। (৫) মো. সানাউল্লাহ খা (৪০) পিতা মো. লোকমান খা,থানা লালপুর, জেলা নাটোর, (৬) মো রানা খাঁ, পিতা সানাউল্লাহ খাঁ, থানা লালপুর জেলা নাটোর ।(৭) মো. সোহেল রানা (২৩) পিতা. রহমত আলী, থানা লালপুর, জেলা নাটোর দের আটক করা হয়।
আটককৃত দের থেকে চলিশ হাজার মিটার কারেন জাল যার মুল্য আনুমানিক বারো লক্ষ টাকা এবং তিনটি নৌকা যার মুল্য প্রায় দুই লাখ ষাট হাজার টাকা জব্দ করা হয় । উভায়কৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :