ঈশ্বরদীতে দরিদ্র মানুষদের ফ্রি ল্যাপারোস্কোপির মাধ্যমে অপারেশন


ঈশ্বরদী নিউজ টুয়েন্টিফোরঃ প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২১, ৭:৫২ অপরাহ্ণ /
ঈশ্বরদীতে দরিদ্র মানুষদের ফ্রি ল্যাপারোস্কোপির মাধ্যমে অপারেশন

ঈশ্বরদীতে পেট না কেটে ল্যাপারোস্কোপি মেশিনের মাধ্যমে দরিদ্র মানুষদের পিত্ত থলির পাথর অপারেশন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) সকাল ৯টায় ঈশ্বরদী রেল গেট সংলগ্ন রুপসী বাংলা ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে দরিদ্র মানুষদের ফ্রি পিত্ত থলির পাথর ল্যাপারোস্কোপি মেশিনের মাধ্যমে অপারেশন করা হয়।
দরিদ্র মানুষদের ফ্রি ল্যাপারোস্কোপি অপারেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসমা খান।
ফ্রি ল্যাপারোস্কোপি অপারেশন করেন ডাঃ মোঃ মাজেদুল ইসলাম মাজেদ এমবিবিএস, বিসিএস স্বাস্থ্য, ডাঃ মোঃ আতাউর রহমান সহযোগী অধ্যাপক এনেসথেসিয়া ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল। সকাল থেকে যে সকল রুগীদের ফ্রি ল্যাপারোস্কোপিক অপারেশন করা হয়েছে তারা হলো শিখা খাতুন, আওতাপাড়া, রাবেয়া খাতুন, সাহাপুর, মনি বেগম, জয়নগর ৷

এ সময় প্রধান অতিথি ডাঃ আসমা খান বলেন পিত্তে পাওয়া কোলেস্টেরল ও অন্যান্য পদার্থ দিয়ে গলব্লাডারের পাথর তৈরি হয়। এই পাথর বালির একটা দানার চেয়েও ছোট হতে পারে এবং একটা গল্ফ বলের চেয়েও বড় হতে পারে। গলব্লাডারে পাথর থাকলে পেটে ব্যথা, বমি হওয়া, বদহজম ও মাঝে মাঝে জ্বর হওয়া হল এর কয়েকটা লক্ষণ।

error: Content is protected !!