‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ এ স্লোগানকে সামনে রেখে ঈশ্বরদীতে কমিউনিটি পুলিশিংডে উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ঈশ্বরদী থানা পুলিশের আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষে সকাল ১১টায় এক শোভাযাত্রা বের হয়। বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে থানার হলরুমে সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবিরের সভাপতিত্বে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঈশ্বরদী পৌর মেয়র ইছাহক আলী মালিথা, পাবনা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা মাহজেবীন শিরিন প্রিয়া, ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহীদুল ইসলাম শহীদ, লক্ষীকুন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিস-উর- রহমান শরীফ, সাঁড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বকুল সরদারসহ পুলিশের সকল পর্যায়ের সদস্য, পৌর কাউন্সিলর, সকল কমিউনিটি পুলিশের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, ইউনিয়ন গ্রাম-পাড়া-মহল্লায় স্থানীয় মাতব্বররা যে সামাজিক কর্মকাণ্ড করতেন সেটাই কমিউনিটি পুলিশিংয়ের দায়িত্ব কমিউনিটি মাধ্যমে ছোট ছোট বিরোধ শেষ করে দেওয়া হলে থানায় আর মামলা করতে হবে না। বক্তরা আরও বলেন, কমিউনিটি পুলিশ সক্রিয় হলে মাদকদ্রব্য, সন্ত্রাস, ইভ টিজিং ও বাল্যবিয়ে থাকবে না।
আপনার মতামত লিখুন :