কিউইদের বিপক্ষে ইতোমধ্যেই সিরিজ নিজেদের করে নেওয়ার ফলে শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে নিয়ম রক্ষার। পঞ্চম এবং শেষ ম্যাচ শুরু হচ্ছ খানিক বাদের। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক ল্যাথাম।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল চারটায় নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।
বিশ্বকাপ প্রস্তুতির জন্য আয়োজিত সিরিজের শেষ ম্যাচে এসে মিলছে আসল প্রস্তুতির ফুরসত। সিরিজ জয়ের লক্ষ্য পূরণ করার চেষ্টায় আগের ম্যাচগুলোয় চাপা পড়ে যায় মাঠের প্রস্তুতি। চতুর্থ ম্যাচে সিরিজ জয় নিশ্চিত করার পর এবার বাংলাদেশের একাদশে বেশ কিছু পরিবর্তন এসেছে।
সিরিজ জয়ের পর অনুমিতভাবেই একাদশে অনেক বদল এনেছে বাংলাদেশ। প্রথম চার ম্যাচে একই একাদশ নিয়ে মাঠে নামা দল শেষ ম্যাচে পরিবর্তন করেছে চারটি।
বিশ্রাম দেওয়া হয়েছে সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, শেখ মেহেদি হাসান ও মোহাম্মদ সাইফ উদ্দিনকে। একাদশে সুযোগ পেয়েছেন সৌম্য সরকার, শামীম হোসেন, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।
বাংলাদেশ একাদশ
লিটন কুমার দাস, মোহাম্মদ নাঈম শেখ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ।
আপনার মতামত লিখুন :