ভারত থেকে বাংলাদেশে ছুটছে ইলিশের ঝাঁক


ঈশ্বরদী নিউজ টুয়েন্টিফোরঃ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৪, ২০২১, ১০:২৯ পূর্বাহ্ণ /
ভারত থেকে বাংলাদেশে ছুটছে ইলিশের ঝাঁক

ভারতে গঙ্গা নদীর মোহনায় এখন আর আগের মতো ইলিশের দেখা মিলছে না। ফলে হা-হুতাশ করছেন দেশটির মৎস্যজীবীরা। বিশেষজ্ঞদের মতে, গঙ্গায় দূষণের মাত্রা বর্তমানে এতটাই বৃদ্ধি পেয়েছে যে মুখ ফিরিয়ে নিয়েছে ইলিশ। ঝাঁকে ঝাঁকে ইলিশের অভিমুখ বর্তমানে বাংলাদেশের পদ্মার পাড়।

সম্প্রতি সাউথ এশিয়া নেটওয়ার্ক অব ড্যাম রিভার অ্যান্ড পিপলস বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন পেশ করেছে। যেখানে গঙ্গায় ইলিশের দেখা না মিলার কারণ হিসেবে অতিরিক্ত দূষণকেই অধিক মাত্রায় দায়ী করা হয়েছে। সংস্থাটির রিপোর্টে দাবি করা হয়েছে, গঙ্গা থেকে অচিরেই উধাও হতে চলেছে ইলিশ ঝাঁক।

বিশ্লেষকদের মতে, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদীর পাড় বরাবর গড়ে ওঠা শতাধিক পৌরসভার ময়লা-আবর্জনা ও কলকারখানার বর্জ্যে গঙ্গায় দূষণের মাত্রা ধরা-ছোঁয়ার বাইরে চলে গেছে।

তাদের মতে, ডিম সংরক্ষণ করে রাখার জন্য ইলিশের মিঠা পানি প্রয়োজন। সে জন্যই তারা গঙ্গায় প্রবেশ করে। যদিও দূষণের ফলে সেখানে লবণের মাত্রা বর্তমানে অত্যধিক বৃদ্ধি পেয়েছে। ফলে ইলিশ এখন গঙ্গার মোহনা থেকে ফিরে যাচ্ছে। গঙ্গা থেকে মুখ ঘুরিয়ে নিয়ে সুস্বাদু এই মাছটির অভিমুখ এখন প্রতিবেশী রাষ্ট্রটির দিকে। বাংলাদেশের পদ্মা পাড়ে এখন জাল ফেললেই পাওয়া যাচ্ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ।

 

 

বাংলাদেশের মৎস্য বিভাগের এক পরিসংখ্যানে বলা হয়, গত ২ বছরের তুলনায় এবার ১৯ শতাংশ বেশি ইলিশ ধরা পড়েছে। শুধু পদ্মার পাড়েই নয়, মিয়ানমার উপকূলেও এখন প্রচুর ইলিশের সন্ধান মিলছে।

দেশটির মৎস্য দফতরের তথ্য মতে, পদ্মার পাড় বরাবর ভারী শিল্প, কলকারখানা তেমন গড়ে ওঠেনি। তাই এখনো পদ্মার মোহনা ইলিশের কাছে ব্রাত্য হয়ে ওঠেনি। যদিও গঙ্গার দূষণ বাড়ায় সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে মৎস্যজীবীদের। তাদের এখন মাথা চাপড়ানো ছাড়া কোনো পথ নেই।

 

উল্লেখ্য, বাংলাদেশে যখন ইলিশ ধরা নিষিদ্ধ থাকে তখন জেলেদের মাসে ৪০ কেজি করে খাদ্য সহায়তা দেয় মৎস্য অধিদফতর। বছরের মার্চ মাসে নদীতে জাটকার প্রাচুর্য সবচেয়ে বেশি থাকে বলে এ মাসে পালন করা হয় জাটকা সংরক্ষণ সপ্তাহ। এরই মধ্যে এসব উদ্যোগের মিলেছে সুফল।

error: Content is protected !!