ঈশ্বরদী উপজেলার পাকশি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক বীর-মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান সেলিম হত্যার প্রকৃত আসামী গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করছেন পাকশি ইউনিয়ন আওয়ামীলীগ সদস্য আলহাজ্ব তরিকুল ইসলাম ভাদু।
রোববার (১২ সেপ্টেম্বর) সকাল ১১ টায় ঈশ্বরদী কেন্দ্রীয় বাসটার্মিনাল থেকে শুরু করে ঈশ্বরদী শহরের স্টেশন রোড মুক্তিযোদ্ধা সংসদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেলিম হত্যার আসামীদের গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পাকশি ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য, আলহাজ্ব তরিকুল ইসলাম ভাদু- প্রয়াত বীর-মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান সেলিমে হত্যার সাথে প্রকৃত যারা জড়িত রয়েছে,তাদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তির দাবী জানান।
তার আগে ঈশ্বরদী উপজেলার পাকশি ইউনিয়ন থেকে পাকশি ইউনিয়ন আওয়ামীলীগ নেতা তরিকুল ইসলাম ভাদুর নেতৃত্বে একটি বিশাল মোটরসাইকেল সো-ডাউন পাকশি ইউনিয়নের দিয়ার বাঘইল থেকে শুরু করে রুপপুর, বাঘইল, কলপাড়া, সাঁকোর মুখ এলাকা প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিলে ঈশ্বরদী উপজেলা পাকশি ইউনিয়নের আওয়ামীলীগ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সামাজিক, সাংস্কৃতিক মুক্তিযোদ্ধার সন্তান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ২০১৯ সালে ৬ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৯টার উপজেলার পাকশি ইউনিয়নের বিবিসি বাজার থেকে নিজ বাড়িতে প্রবেশের সময় পাকশি ইউনিয়ন আওয়ামীলীগ এর সাবেক সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান সেলিমকে দূর্বৃত্তরা গুলি করে। আহত ও আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আশা হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান
আপনার মতামত লিখুন :