নিহত আব্দুল বারেক নেত্রকোনা দুর্গাপুর উপজেলার পাইক পাড়া গ্রামের মৃত রহমত আলীর সন্তান। বর্তমানে গুলশান টেকপাড়া ৫ তলা বাজার এলাকায় থাকতেন।
ঢাকা রেলওয়ে থানা বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাকলাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কুড়িল বিশ্বরোডে রেললাইন পারাপারের সময় কমলাপুরগামী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মারা যায় ওই ব্যক্তি। তার স্বজনরা জানিয়েছেন দেশের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বারেক বাসা থেকে বেরিয়ে যায়। পরে ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল মর্গে পাঠানো হবে। বর্তমানে মরদেহ পুলিশ হেফাজতে আছে।
আপনার মতামত লিখুন :