করোনা সংক্রমণ বাড়লে আবারও স্কুল বন্ধ 


ঈশ্বরদী নিউজ টুয়েন্টিফোরঃ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১০, ২০২১, ৪:০৭ অপরাহ্ণ /
করোনা সংক্রমণ বাড়লে আবারও স্কুল বন্ধ 

তবে করোনা সংক্রমণ আবারও বাড়তে থাকলে শিক্ষাপ্রতিষ্ঠান ফের বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।শুক্রবার বেলা ১১টায় রাজধানীর মহাখালীর তিতুমীর সরকারি কলেজে বিডিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

স্কুল খোলার পর আমেরিকায় করোনা সংক্রমণ বেড়েছে, আমাদের এখানেও সংক্রমণ বাড়লে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমেরিকা আর আমাদের দেশ এক নয়। করোনা সংক্রমণ হলে অবশ্যই শিক্ষা মন্ত্রণালয় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করবে। আমরাও সেই ধরনের পরামর্শ দেব।

তিনি বলেন, এখনও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে ১৮ বছরের কম বয়সীদের টিকা দেওয়ার বিষয়ে অনুমতি আসেনি। ডব্লিউএইচও অনুমতি দিলে শিশুদের টিকার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

শিশুদের করোনা আক্রান্তের হার এমনিতেও কম বলে জানান স্বাস্থ্য মন্ত্রী।

error: Content is protected !!