সড়কে কুকুর দেখে নিয়ন্ত্রণ হারালেন স্বামী, প্রাণ হারালেন স্ত্রী


ঈশ্বরদী নিউজ টুয়েন্টিফোরঃ প্রকাশের সময় : আগস্ট ২৫, ২০২১, ৫:৫৩ অপরাহ্ণ /
সড়কে কুকুর দেখে নিয়ন্ত্রণ হারালেন স্বামী, প্রাণ হারালেন স্ত্রী
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে চাঁয়না বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার দেবডাঙ্গা ফিসপার গ্রামের স্থানীয় সড়কে এ ঘটনা ঘটে। মৃত চাঁয়না বেগম উপজেলার ছাগলধরা গ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা বলেন, বুধবার সকালে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন চাঁয়না। তাকে মোটরসাইকেলে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিচ্ছিলেন তার স্বামী জাহিদুল। পথে দেবডাঙ্গা ফিসপার গ্রামে তার স্বামীর (জাহিদুল) মোটরসাইকেলের সামনে দিয়ে একটি কুকুর রাস্তা পার হচ্ছিল। এ সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান জাহিদুল ও তার স্ত্রী চাঁয়না। এতে চাঁয়না গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোটরসাইকেল দুর্ঘটনায় চাঁয়না বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানার ওসি মো. মিজানুর রহমান।

error: Content is protected !!