সিরাজগঞ্জে মাদরাসাছাত্রকে যৌন নির্যাতন, শিক্ষক গ্রেফতার


ঈশ্বরদী নিউজ টুয়েন্টিফোরঃ প্রকাশের সময় : আগস্ট ২৭, ২০২১, ৬:৪২ অপরাহ্ণ /
সিরাজগঞ্জে মাদরাসাছাত্রকে যৌন নির্যাতন, শিক্ষক গ্রেফতার

সিরাজগঞ্জের সলঙ্গা থানার কুমাজপুর দারুল আবরার কওমি হাফিজিয়া মাদরাসার এক ছাত্রকে যৌন নির্যাতন করার অভিযোগে এক শিক্ষককে গ্রেফতার করেছে র‌্যাব।

জানা যায়, গত ১১ আগস্ট রাতে একই মাদরাসার শিক্ষক আবু রায়হান ওই ছাত্রকে তার কাছে ডেকে নিয়ে ইচ্ছার বিরদ্ধে যৌন নির্যাতত করে। যৌন নির্যাতনের বিষয়টি প্রকাশ করলে শিক্ষক তাকে প্রাণনাশের হুমকি দেয়। এভাবে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ছাত্রটিকে যৌন নির্যাতন করে।

কয়েক দিন পর আবার কু-কর্মের প্রস্তাব দিলে ওই ছাত্র শিক্ষকের প্রস্তাবে রাজি না হলে পরদিন সকালে তাকে মারধর করে। মারধরের ঘটনার পর ছুটি না পেয়ে গোপনে ১৯ আগস্ট নিজ বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে তার পরিবারের কাছে শিক্ষক আবু রায়হান কু-কর্মের কথা খুলে বলেন।

পরবর্তীতে ওই ছাত্রের অভিভাবক মাদরাসা ম্যানেজিং কমিটির কাছে বিষয়টি জানালে কমিটির লোকজন বিচারের আশ্বাস দেন। কিন্তুু আসামি আবু রায়হান আত্মগোপন করেন। উক্ত ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করে এবং স্থানীয় জনগণের মধ্যে উত্তেজনার সৃষ্টি করে।

পরবর্তীতে ওই ছাত্রের পরিবার সলঙ্গা থানায় মামলা দায়ের করেন এবং র‌্যাব-১২ এর কাছে আসামিকে গ্রেফতারের আকুতি জানায়।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১২ আধুনিক তথ্য প্রযুক্তির সাহায্যে আসামি আবু রায়হানকে ঢাকার ভাটারা থানার বাড্ডা এলাকা থেকে শুক্রবার সকালে গ্রেফতার করে। আবু রায়হান সলঙ্গা থানার খোলাপাড়া গ্রামের মো. হাসেন আলীর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সত্যতা স্বীকার করেন। আসামিকে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

error: Content is protected !!